সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। মহাসড়কটির সরু স্থানগুলোতে থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। আজ শনিবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতু থেকে সিরাজগঞ্জ রোড গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ রয়েছে।
বাসযাত্রী শামীম হোসেন বলেন, ‘যানজট তেমন না থাকায় বাড়ি ফিরতে সময় লাগবে না। তবে গাড়ির চাপের কারণে একটু সময় লাগতে পারে। বাড়ি ফিরতে পারছি এতেই খুশি।’
অপর যাত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘মহাসড়কে তেমন যানজট নেই। তবে যানবাহনের রয়েছে ধীরগতি। স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। এবার স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারছি।’
বাসচালক আব্দুল খালেক বলেন, ঢাকা থেকে চার ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জে এসে পৌঁছেছি। মহাসড়কে তেমন যানজট নেই। সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এ জন্য ধীরগতিতে যানবাহন চলাচল করছে। যাতায়াতে একটু সময় লাগলেও যানজট থেকে রক্ষা পাচ্ছেন যাত্রীরা।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, গতকাল শুক্রবার রাত থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। চার লেন উন্নীতকরণ কাজ চলমান থাকায় মহাসড়কটির মুলিবাড়ী, কড্ডা, ঝাঐল ওভারব্রিজ, কোনাবাড়ী ও পাঁচলিয়া এলাকায় রাস্তা সরু হওয়ায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে ওই পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, উত্তর ও দক্ষিণবঙ্গের মানুষ যে যেভাবে পারছে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়িতে ফিরছেন। যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ট্রাক, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে বাড়ি ফিরছেন তাঁরা।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। মহাসড়কটির সরু স্থানগুলোতে থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। আজ শনিবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতু থেকে সিরাজগঞ্জ রোড গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ রয়েছে।
বাসযাত্রী শামীম হোসেন বলেন, ‘যানজট তেমন না থাকায় বাড়ি ফিরতে সময় লাগবে না। তবে গাড়ির চাপের কারণে একটু সময় লাগতে পারে। বাড়ি ফিরতে পারছি এতেই খুশি।’
অপর যাত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘মহাসড়কে তেমন যানজট নেই। তবে যানবাহনের রয়েছে ধীরগতি। স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। এবার স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারছি।’
বাসচালক আব্দুল খালেক বলেন, ঢাকা থেকে চার ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জে এসে পৌঁছেছি। মহাসড়কে তেমন যানজট নেই। সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এ জন্য ধীরগতিতে যানবাহন চলাচল করছে। যাতায়াতে একটু সময় লাগলেও যানজট থেকে রক্ষা পাচ্ছেন যাত্রীরা।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, গতকাল শুক্রবার রাত থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। চার লেন উন্নীতকরণ কাজ চলমান থাকায় মহাসড়কটির মুলিবাড়ী, কড্ডা, ঝাঐল ওভারব্রিজ, কোনাবাড়ী ও পাঁচলিয়া এলাকায় রাস্তা সরু হওয়ায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে ওই পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, উত্তর ও দক্ষিণবঙ্গের মানুষ যে যেভাবে পারছে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়িতে ফিরছেন। যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ট্রাক, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে বাড়ি ফিরছেন তাঁরা।
ঠাকুরগাঁওয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারনির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন ব্যবসায়ীরা—এমন অভিযোগ করেছেন কৃষকেরা। বাজারে টিএসপি, ডিএপি ও এমওপি সারের পর্যাপ্ত মজুত থাকলেও অধিকাংশ দোকানে এসব সার মিলছে না নির্ধারিত দামে। অনেকে রসিদ না দিয়েই বাড়তি মূল্য নিচ্ছেন।
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় উদ্ধার করা ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) খালের একাংশ দখল করে দোকান বসানো হয়েছে। পাশের কয়েকটি ভবনের মালিক এসব দোকান বসিয়ে ভাড়া দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ফলে খালটি আবার সংকুচিত হতে শুরু করেছে। এতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা।
৩ ঘণ্টা আগেবিস্তৃত মাঠজুড়ে ইটের স্তূপ। কোথাও কাদাপানিতে ভরা গর্ত; আবার কোথাও পোঁতা বাঁশের খুঁটি। দেখে বোঝার উপায় নেই, এটি স্টেডিয়াম। চাঁপাইনবাবগঞ্জের ছয় দশকের পুরোনো ঐতিহ্যবাহী স্টেডিয়াম ঘুরে এমন চিত্র দেখা গেছে। দেড় মাসব্যাপী মেলার আয়োজন শেষে মাঠ খুঁড়ে রেখে এভাবেই ফেলে গেছে আয়োজকেরা
৩ ঘণ্টা আগেবরিশাল সদর উপজেলার কাশিপুরে লিটন সিকদার (৩৮) নামের এক সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাকে বাড়িতে আটকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় লিটনের ভাই, বোন ও মাকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাঁদের বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৭ ঘণ্টা আগে