সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনালের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় লেগুনাসহ শতাধিক দোকানপাট ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সংঘর্ষের ঘটনায় সড়কেও আগুন জ্বালিয়ে দেয় শিক্ষার্থীরা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ড্যাফোডিলের শিক্ষার্থীদের সঙ্গে পার্শ্ববর্তী সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও সড়কে নেমে আসেন।
সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার খাগান এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসে ফিরে গেছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আশুলিয়া-চারাবাগ-বিরুলিয়া সড়কের চারাবাগ স্ট্যান্ড এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি লেগুনার সঙ্গে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর মোটরসাইকেলে ধাক্কা লাগে। সে ঘটনায় বাগ্বিতণ্ডার জেরে স্থানীয়রা সেই মোটরসাইকেলের আরোহী দুই শিক্ষার্থীকে মারধর করেন। পরে বেশ কিছু শিক্ষার্থী এক জোট হয়ে চারাবাগ স্ট্যান্ডে এসে হামলা চালান এবং লেগুনা ভাঙচুর করেন। তখন লেগুনা শ্রমিক ও স্থানীয়রা শিক্ষার্থীদের ধাওয়া দিলে তাঁরা ক্যাম্পাসে ফিরে যান। এর ঘণ্টা খানিক পরে রাতে পুনরায় প্রায় সহস্রাধিক শিক্ষার্থী সড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করে ও দোকানপাটে ভাঙচুর চালান। পরে পুলিশের ধাওয়ায় ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাচিব সিকদার বলেন, ‘লেগুনার সঙ্গে শিক্ষার্থীদের মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। পরে কয়েক হাজার শিক্ষার্থী সড়কে নেমে এসে ভাঙচুর চালায়।’
আশুলিয়া থানার এসআই শাহীন আহমেদ নয়ন বলেন, ‘শিক্ষার্থীরা ৯টার দিকে পুনরায় রাস্তায় নেমে আসে। আমরা স্থানীয় জনগণকে সরিয়ে রাখতে পেরেছিলাম আগেই। না হলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে যেত। শিক্ষার্থীরা ড্যাফোডিল ক্যাম্পাস থেকে বেরিয়ে ভাঙচুর চালাতে চালাতে চারাবাগ স্ট্যান্ডের দিকে আগাতে থাকে। এ হামলা চালানোর সময় পুলিশের মুখোমুখি হলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। তখন পুলিশের চার সদস্য আহত হয়। পরে পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা পুনরায় ক্যাম্পাসে ফিরে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। ড্যাফোডিল ক্যাম্পাসের সামনেসহ আশপাশে প্রচুর পুলিশ মোতায়েন আছে। ড্যাফোডিলের সঙ্গে পার্শ্ববর্তী সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও যোগ দিয়েছিল।’
এ ব্যাপারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল বলেন, ‘লেগুনার সঙ্গে শিক্ষার্থীদের মোটরসাইকেলের ধাক্কার ঘটনায় কিছুটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
ঢাকার আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনালের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় লেগুনাসহ শতাধিক দোকানপাট ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সংঘর্ষের ঘটনায় সড়কেও আগুন জ্বালিয়ে দেয় শিক্ষার্থীরা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ড্যাফোডিলের শিক্ষার্থীদের সঙ্গে পার্শ্ববর্তী সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও সড়কে নেমে আসেন।
সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার খাগান এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসে ফিরে গেছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আশুলিয়া-চারাবাগ-বিরুলিয়া সড়কের চারাবাগ স্ট্যান্ড এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি লেগুনার সঙ্গে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর মোটরসাইকেলে ধাক্কা লাগে। সে ঘটনায় বাগ্বিতণ্ডার জেরে স্থানীয়রা সেই মোটরসাইকেলের আরোহী দুই শিক্ষার্থীকে মারধর করেন। পরে বেশ কিছু শিক্ষার্থী এক জোট হয়ে চারাবাগ স্ট্যান্ডে এসে হামলা চালান এবং লেগুনা ভাঙচুর করেন। তখন লেগুনা শ্রমিক ও স্থানীয়রা শিক্ষার্থীদের ধাওয়া দিলে তাঁরা ক্যাম্পাসে ফিরে যান। এর ঘণ্টা খানিক পরে রাতে পুনরায় প্রায় সহস্রাধিক শিক্ষার্থী সড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করে ও দোকানপাটে ভাঙচুর চালান। পরে পুলিশের ধাওয়ায় ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাচিব সিকদার বলেন, ‘লেগুনার সঙ্গে শিক্ষার্থীদের মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। পরে কয়েক হাজার শিক্ষার্থী সড়কে নেমে এসে ভাঙচুর চালায়।’
আশুলিয়া থানার এসআই শাহীন আহমেদ নয়ন বলেন, ‘শিক্ষার্থীরা ৯টার দিকে পুনরায় রাস্তায় নেমে আসে। আমরা স্থানীয় জনগণকে সরিয়ে রাখতে পেরেছিলাম আগেই। না হলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে যেত। শিক্ষার্থীরা ড্যাফোডিল ক্যাম্পাস থেকে বেরিয়ে ভাঙচুর চালাতে চালাতে চারাবাগ স্ট্যান্ডের দিকে আগাতে থাকে। এ হামলা চালানোর সময় পুলিশের মুখোমুখি হলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। তখন পুলিশের চার সদস্য আহত হয়। পরে পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা পুনরায় ক্যাম্পাসে ফিরে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। ড্যাফোডিল ক্যাম্পাসের সামনেসহ আশপাশে প্রচুর পুলিশ মোতায়েন আছে। ড্যাফোডিলের সঙ্গে পার্শ্ববর্তী সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও যোগ দিয়েছিল।’
এ ব্যাপারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল বলেন, ‘লেগুনার সঙ্গে শিক্ষার্থীদের মোটরসাইকেলের ধাক্কার ঘটনায় কিছুটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
হাসপাতালে ভর্তি হওয়া এক প্রসূতির প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে চিকিৎসকদের দাবি, গর্ভে থাকতেই নবজাতক মারা গিয়েছিল। মঙ্গলবার (৪ মার্চ) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেমৌলভীবাজারের বড়লেখায় চকলেট কিনতে গিয়ে ৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই দিনই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।
৪ মিনিট আগেখুলনার রূপসায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় দোনলা বন্দুক ও দুটি কার্তুজসহ দুজনকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন সফিউল্লাহ (৪২) ও ওসিকার খান (৩৮)। তাঁরা রূপসার বাসিন্দা। তাঁদের মধ্যে ওসিকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।
১৭ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদে আওয়ামীপন্থীদের অপসারণ এবং সৎ ও মেধাবীদের নিয়োগের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। উপাচার্য কার্যালয়ে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষকদের দফায় দফায় হট্টগোলের ঘটনা ঘটেছে।
১৮ মিনিট আগে