নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতি চক্রের হোতা ও সিস্টেম এনালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাঁর এই জালিয়াতির সঙ্গে জড়িত সাংবাদিক, দুদক কর্মকর্তা ও বোর্ডের কয়েকজন দালালের নাম এসেছে। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এই তথ্য জানান।
ডিবিপ্রধান বলেন, ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন শামসুজ্জামান। এই জালিয়াতির সঙ্গে যাঁরা জড়িত তাঁদের নাম বলেছেন শামসুজ্জামান। তাঁর সনদ জালিয়াতির ব্যবসা টিকিয়ে রাখতে কিছু সাংবাদিক, দুদক কর্মকর্তা ও বোর্ডের চেয়ারম্যানের আশপাশে থাকা দালালশ্রেণির লোকদের মোটা অঙ্কের টাকা দিতেন তিনি। কখন কোন সাংবাদিককে, কোথায়, কত টাকা দিয়েছেন তা সবকিছু স্বীকার করেছেন শামসুজ্জামান।
হারুন অর রশীদ আরও বলেন, ‘যেসব সাংবাদিকের নাম এসেছে, তাঁরা গ্রেপ্তার শামসুজ্জামানের মুখোমুখি হতে পারেন অথবা ডিবির মুখোমুখিও হতে পারেন। যদি তাঁদের (সাংবাদিকদের) সপক্ষে কোনো প্রমাণ থাকে, তবে তা উপস্থাপন করতে পারেন। সাংবাদিক যাঁদের নাম এসেছে, প্রয়োজন হলে আমরাও তাঁদের সঙ্গে কথা বলব।’
শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদে যাঁদের নাম আসছে, তাঁদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে কি না, জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ‘ঈদের আগে যখন প্রথম রিমান্ডে ছিল, তখন এক সাংবাদিক শামসুজ্জামানের মোবাইলে ফোন করে বলেন, ঈদ চলে আসল টাকা কবে দেবেন? সেই মুহূর্তে শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয়, তোমার কাছে সাংবাদিক টাকা চাইছে কেন? তখন শামসুজ্জামান আমাদের কাছে খোলামেলা জানান, তাঁর এই পদ ধরে রাখার জন্য তাঁকে অনেককে ম্যানেজ করতে হয়েছে। তাঁদেরকে ম্যানেজ না করলে, এই পদ থেকে সরিয়ে দেওয়া হতো।’
রিমান্ডে থাকা শামসুজ্জামান গুরুত্বপূর্ণ তথ্য ডিবির কাছে দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ও সংশ্লিষ্টদের সবকিছু জানানো হবে। এ ছাড়া বুয়েটের অভিজ্ঞদের সঙ্গে নিয়ে কতগুলো সার্টিফিকেট ও মার্কশিট তৈরি করে তাঁরা বিক্রি করেছেন, সবগুলো বিষয় তদন্তে আসবে।
ডিবিপ্রধান বলেন, ‘বিভিন্ন জালিয়াতির অভিযোগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানের বিরুদ্ধে তিন সদস্যদের তদন্ত কমিটি গঠিত হয়েছিল। উচ্চপর্যায়ের এই তদন্ত কমিটির কাছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও ডিজিটাল তথ্য থাকার পরও তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব করে। অভিযুক্ত শামসুজ্জামান কারিগরি শিক্ষা বোর্ডের চাকরিচ্যুত ফয়সালকে দিয়ে একটি বাসা ভাড়া করে, সার্টিফিকেট ও মার্কশিট তৈরি করছিল। জাল সার্টিফিকেট ও মার্কশিট বোর্ডের ওয়েবসাইটে তারা আপলোড করে। যা দেশ ও দেশের বাইরে থেকে যাচাইয়ের জন্য বৈধ বলে ওয়েবসাইট থেকে প্রমাণ করত।’
তিনি আরও বলেন, ‘দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁদের তিন সদস্যের একটি তদন্ত কমিটি রয়েছে। দুদক সম্পর্কে শামসুজ্জামান যা বলেছেন, যদি সেগুলো দুদক যাচাই-বাছাই করতে চায়, তবে তারা প্রয়োজন মনে করলে জিজ্ঞাসাবাদ করতে পারে।’
এর আগে ১ এপ্রিল পাঁচ হাজারের বেশি সার্টিফিকেট ও মার্কশিট বাণিজ্যের অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এ টি এম শামসুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাঁর সঙ্গে সহযোগী ফয়সাল হোসেনও গ্রেপ্তার হন।
এই ঘটনায় মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় বোর্ডের তৎকালীন চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী শেহেলা পারভীনকে সনদ বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতি চক্রের হোতা ও সিস্টেম এনালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাঁর এই জালিয়াতির সঙ্গে জড়িত সাংবাদিক, দুদক কর্মকর্তা ও বোর্ডের কয়েকজন দালালের নাম এসেছে। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এই তথ্য জানান।
ডিবিপ্রধান বলেন, ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন শামসুজ্জামান। এই জালিয়াতির সঙ্গে যাঁরা জড়িত তাঁদের নাম বলেছেন শামসুজ্জামান। তাঁর সনদ জালিয়াতির ব্যবসা টিকিয়ে রাখতে কিছু সাংবাদিক, দুদক কর্মকর্তা ও বোর্ডের চেয়ারম্যানের আশপাশে থাকা দালালশ্রেণির লোকদের মোটা অঙ্কের টাকা দিতেন তিনি। কখন কোন সাংবাদিককে, কোথায়, কত টাকা দিয়েছেন তা সবকিছু স্বীকার করেছেন শামসুজ্জামান।
হারুন অর রশীদ আরও বলেন, ‘যেসব সাংবাদিকের নাম এসেছে, তাঁরা গ্রেপ্তার শামসুজ্জামানের মুখোমুখি হতে পারেন অথবা ডিবির মুখোমুখিও হতে পারেন। যদি তাঁদের (সাংবাদিকদের) সপক্ষে কোনো প্রমাণ থাকে, তবে তা উপস্থাপন করতে পারেন। সাংবাদিক যাঁদের নাম এসেছে, প্রয়োজন হলে আমরাও তাঁদের সঙ্গে কথা বলব।’
শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদে যাঁদের নাম আসছে, তাঁদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে কি না, জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ‘ঈদের আগে যখন প্রথম রিমান্ডে ছিল, তখন এক সাংবাদিক শামসুজ্জামানের মোবাইলে ফোন করে বলেন, ঈদ চলে আসল টাকা কবে দেবেন? সেই মুহূর্তে শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয়, তোমার কাছে সাংবাদিক টাকা চাইছে কেন? তখন শামসুজ্জামান আমাদের কাছে খোলামেলা জানান, তাঁর এই পদ ধরে রাখার জন্য তাঁকে অনেককে ম্যানেজ করতে হয়েছে। তাঁদেরকে ম্যানেজ না করলে, এই পদ থেকে সরিয়ে দেওয়া হতো।’
রিমান্ডে থাকা শামসুজ্জামান গুরুত্বপূর্ণ তথ্য ডিবির কাছে দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ও সংশ্লিষ্টদের সবকিছু জানানো হবে। এ ছাড়া বুয়েটের অভিজ্ঞদের সঙ্গে নিয়ে কতগুলো সার্টিফিকেট ও মার্কশিট তৈরি করে তাঁরা বিক্রি করেছেন, সবগুলো বিষয় তদন্তে আসবে।
ডিবিপ্রধান বলেন, ‘বিভিন্ন জালিয়াতির অভিযোগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানের বিরুদ্ধে তিন সদস্যদের তদন্ত কমিটি গঠিত হয়েছিল। উচ্চপর্যায়ের এই তদন্ত কমিটির কাছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও ডিজিটাল তথ্য থাকার পরও তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব করে। অভিযুক্ত শামসুজ্জামান কারিগরি শিক্ষা বোর্ডের চাকরিচ্যুত ফয়সালকে দিয়ে একটি বাসা ভাড়া করে, সার্টিফিকেট ও মার্কশিট তৈরি করছিল। জাল সার্টিফিকেট ও মার্কশিট বোর্ডের ওয়েবসাইটে তারা আপলোড করে। যা দেশ ও দেশের বাইরে থেকে যাচাইয়ের জন্য বৈধ বলে ওয়েবসাইট থেকে প্রমাণ করত।’
তিনি আরও বলেন, ‘দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁদের তিন সদস্যের একটি তদন্ত কমিটি রয়েছে। দুদক সম্পর্কে শামসুজ্জামান যা বলেছেন, যদি সেগুলো দুদক যাচাই-বাছাই করতে চায়, তবে তারা প্রয়োজন মনে করলে জিজ্ঞাসাবাদ করতে পারে।’
এর আগে ১ এপ্রিল পাঁচ হাজারের বেশি সার্টিফিকেট ও মার্কশিট বাণিজ্যের অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এ টি এম শামসুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাঁর সঙ্গে সহযোগী ফয়সাল হোসেনও গ্রেপ্তার হন।
এই ঘটনায় মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় বোর্ডের তৎকালীন চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী শেহেলা পারভীনকে সনদ বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
চট্টগ্রামে মোহরায় ছিনতাইকারী সন্দেহে ইকবাল হোসেন রুবেল (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় ছাফা মোতালেব সিটি করপোরেশন কলেজের ভেতর এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় আজ শনিবার সকালে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চান্দগাঁও থানার
১২ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর সময় আটক ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে তাঁদের বিরুদ্ধে মামলাটি হয়।
২৪ মিনিট আগেকুমিল্লা জেলার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে ২৩ মামলার আসামি মো. আল-মামুন ওরফে মামুন সম্রাট খুন হওয়ার খবরে ওই এলাকায় মিষ্টি বিতরণ করেছে কিছু লোক। আজ শনিবার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার ও বাসস্ট্যান্ডে লোকজনের মধ্যে তাঁরা এ মিষ্টি বিতরণ করেন।
৩৯ মিনিট আগেউত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস আরও দুই দিন বন্ধ থাকবে। তবে অন্যান্য ক্যাম্পাসে আগামীকাল রোববার (২৭ জুলাই) থেকে শ্রেণিকার্যক্রম শুরু হবে।
৪৩ মিনিট আগে