Ajker Patrika

সাভারে পোশাকশ্রমিক হত্যার ঘটনায় অপরাধীদের শাস্তি দাবি জাবি ছাত্রশিবিরের

জাবি প্রতিনিধি 
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৮: ৪২
ছাত্রশিবির
ছাত্রশিবির

ঢাকার সাভারের বিরুলিয়ায় এক নারী পোশাকশ্রমিকের খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাতে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিবৃতি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবির। আজ বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন সাকি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার সভাপতি হারুনুর রশিদ রাফি ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, সাভারের বিরুলিয়ায় এক নারী পোশাকশ্রমিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যা কখনোই কাম্য নয়। এ ঘটনার মাধ্যমে শ্রমিক-জনতার জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ড দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্বাভাবিকতাও জানান দিচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে যথাযথ বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপনের দাবি করছি।’

শিবিরের নেতৃবৃন্দ আরও বলেন, ‘পোশাকশিল্প আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। পোশাকশ্রমিকদের ন্যূনতম ন্যায্য মজুরি, চাকরির নিশ্চয়তা, উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পোশাকশ্রমিকসহ রাষ্ট্রের সব মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত