Ajker Patrika

পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার

কয়েক দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন এই ধর্মের অনুসারীরা। দুর্গাপূজা ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ান নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোড ডিএমপি সদর দপ্তরে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

এ সময় ডিএমপি কমিশনার জানান, পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রতিটি মণ্ডপে স্থানীয় লোকজনদের নিয়ে নিরাপত্তা কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট বিভাগের ডিসি ও ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও ঢাকা মহানগর এলাকায় প্রতিমা তৈরি থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত কার কী দায়িত্ব তার নির্দেশনা ডিএমপির সংশ্লিষ্ট বিভাগের অফিসারদের দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, পূজামণ্ডপে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেবেন না। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের পূজামণ্ডপে প্রবেশের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে অধিক সংখ্যক লোকজন পরিবার-পরিজন নিয়ে বাহির হবেন না।

এ সময় যারা টিকা গ্রহণ করেননি তাদের তাদের অধিক সতর্কতা অবলম্বন ও সত্তরোর্ধ্ব ব্যক্তিদের পূজামণ্ডপে না আসার জন্য নিরুৎসাহিত করেন।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সভাপতিত্বে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত