নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও আলোচিত রাজনীতিবিদ শামীম ওসমান বলেছেন, ‘নির্বাচনে খেলা হবে, তবে পরিচ্ছন্ন খেলা হবে। ফাউল কম হবে।’ আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আসার বিষয় শামীম ওসমান বলেন, ‘বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যে ঘটনাগুলোর মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করার চেষ্টা করা হচ্ছে। তাই পুলিশের ঢাকার যিনি দায়িত্বে আছেন। এ বিষয়গুলো আমার কাছে যতটুকু নলেজে আছে, সে বিষয়গুলো আমি জানাতে চাই। যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়, বাংলাদেশকে এমন একটি জায়গায় নিতে চায়। যেখানে থেকে উঠে আসাটা খুব কঠিন হবে।’
শামীম ওসমান আরও বলেন, ‘আমরা ছাত্ররাজনীতি করতে করতে এত দূর এসেছি। আমি গতকাল একটি সংবাদ সম্মেলনে করে বলেছি, যেটা আপনারা দেখেছেন। কয়দিন আগে পুলিশকে কুপিয়ে মারা, সাংবাদিকদের মারা, গাড়িতে বোম মারছে, এ ধরনের বেশ কিছু তথ্য শেয়ার করা এবং জানানোর জন্য ডিবিতে এসেছিলাম। এখানে আমি এমপি হিসেবে আসিনি, একজন সাধারণ মানুষ হিসেবে আসছি।’
তিনি আরও বলেন, ‘যেহেতু রাজনীতি দীর্ঘদিন ধরে করি, তাই বিভিন্ন খোঁজখবর পাই। সেহেতু সেই তথ্য সঠিক কি না সেটা দেখার দায়িত্ব তো আমার না। সেটা দেখার দায়িত্ব প্রশাসনের।’
বিএনপি নির্বাচনে নেই—এমন প্রশ্নে শামীম ওসমান বলেন, ‘খেলা হবে, তবে পরিচ্ছন্ন খেলা হবে। ফাউল কম হবে।’ দুপুরে ডিবি কার্যালয়ে খাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘হারুন ভাইয়ের নয়, তাঁর স্ত্রী আমার বোন, বোনের হোটেলে খেয়েছি।’
উল্লেখ্য, ২০ নভেম্বর শামীম ওসমান গণমাধ্যমকে জানিয়েছিলেন তাঁকে অপরিচিত নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও আলোচিত রাজনীতিবিদ শামীম ওসমান বলেছেন, ‘নির্বাচনে খেলা হবে, তবে পরিচ্ছন্ন খেলা হবে। ফাউল কম হবে।’ আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আসার বিষয় শামীম ওসমান বলেন, ‘বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যে ঘটনাগুলোর মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করার চেষ্টা করা হচ্ছে। তাই পুলিশের ঢাকার যিনি দায়িত্বে আছেন। এ বিষয়গুলো আমার কাছে যতটুকু নলেজে আছে, সে বিষয়গুলো আমি জানাতে চাই। যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়, বাংলাদেশকে এমন একটি জায়গায় নিতে চায়। যেখানে থেকে উঠে আসাটা খুব কঠিন হবে।’
শামীম ওসমান আরও বলেন, ‘আমরা ছাত্ররাজনীতি করতে করতে এত দূর এসেছি। আমি গতকাল একটি সংবাদ সম্মেলনে করে বলেছি, যেটা আপনারা দেখেছেন। কয়দিন আগে পুলিশকে কুপিয়ে মারা, সাংবাদিকদের মারা, গাড়িতে বোম মারছে, এ ধরনের বেশ কিছু তথ্য শেয়ার করা এবং জানানোর জন্য ডিবিতে এসেছিলাম। এখানে আমি এমপি হিসেবে আসিনি, একজন সাধারণ মানুষ হিসেবে আসছি।’
তিনি আরও বলেন, ‘যেহেতু রাজনীতি দীর্ঘদিন ধরে করি, তাই বিভিন্ন খোঁজখবর পাই। সেহেতু সেই তথ্য সঠিক কি না সেটা দেখার দায়িত্ব তো আমার না। সেটা দেখার দায়িত্ব প্রশাসনের।’
বিএনপি নির্বাচনে নেই—এমন প্রশ্নে শামীম ওসমান বলেন, ‘খেলা হবে, তবে পরিচ্ছন্ন খেলা হবে। ফাউল কম হবে।’ দুপুরে ডিবি কার্যালয়ে খাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘হারুন ভাইয়ের নয়, তাঁর স্ত্রী আমার বোন, বোনের হোটেলে খেয়েছি।’
উল্লেখ্য, ২০ নভেম্বর শামীম ওসমান গণমাধ্যমকে জানিয়েছিলেন তাঁকে অপরিচিত নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৮২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।
১০ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ইটভাটা মোড় (বসুনিয়া মোড়সংলগ্ন) এলাকায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।
১৯ মিনিট আগেমানিকগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ৫০ বছরের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এই রায় ঘোষণা করেন।
২৩ মিনিট আগেবাগেরহাটের চিতলমারীতে নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক বৃদ্ধাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার উমজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম (৮০) ওই গ্রামের মৃত সুলতান হাওলাদারের স্ত্রী।
৩৪ মিনিট আগে