ঢাবি প্রতিনিধি
ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনীমকে শাহবাগ থানায় নিয়ে বেধড়ক মারধরের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন রমনা জোনের এডিসি হারুন অর রশিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ করেন তাঁরা। উপস্থিত থাকা হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেদের সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে এ সমাবেশ করেন।
সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা এডিসি হারুনের দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিষ্কারের দাবি জানান।
সমাবেশে মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপশিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে হারুন বেধড়ক পিটিয়েছেন।তাদের অপরাধ থাকলে তাদের মামলা দিন। বিচার করুন। কিন্তু এত নির্মমভাবে তাদের আক্রমণ করার অধিকার কে দিল? সম্পূর্ণ ব্যক্তিগত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করা হলো। তাকে (হারুন) শুধু প্রত্যাহার করলে হবে না তার দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে বহিষ্কার করা দরকার।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সহসম্পাদক রোকন উদ্দিন রানা বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে, আমাদের বড় ভাইদের ওপর পৈশাচিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। শুধু তার প্রত্যাহার নয়, তার অপকর্মের জন্য আইনানুসারে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমরা মনে করি, পরকীয়ার মতো একটি জঘন্য সমাজবিরোধী অপকর্ম ঢেকে ফেলার জন্য সে আমাদের দুই বড় ভাইকে বেড়ধক পিটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।’
সমাবেশে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের স্কুল ছাত্র সম্পাদক আরিফ হোসেন শুভ, মাস্টারদা সূর্যসেন হলের উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক জি এম সাদী, মোহাম্মদ রিয়াজ মাতব্বর, বিজয় একাত্তর হলের কার্যনির্বাহী সদস্য ইসমাইল আব্দুল মোনাফ (মোনাফ প্রান্ত) প্রমুখ।
এদিকে এডিসি হারুনের অবিলম্বে গ্রেপ্তার দাবি করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান শান্ত। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের কার্যনির্বাহী সদস্য আরিফ মনোয়ার মাহিন লিখেছেন, ‘সংগঠনটাকে বাপ-দাদার সম্পত্তির মতো চার ভাগ করে ফেলসেন আপনারা। যে যার নিজের ভাগ নিয়েই কামড়া কামড়ি করতেসেন। বই থেকে মুখস্থ করে নিজের কর্মীদের সামনে দুই-চার লাইন এস্থেটিক কথা বলাকে রাজনীতি বলে না। রাজনীতি মাঠের জিনিস, রাজপথের জিনিস। কর্মীর বিপদে রাজপথে আসেন, না হলে দিন শেষে বক্তব্যে হাততালি দেওয়ার মতো কর্মী থাকবে না।’
উল্লেখ্য, মারধরের বিষয়ে মন্তব্য জানতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে একাধিকবার ফোন দেওয়া হলে তাঁরা ফোন রিসিভ করেননি।
ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনীমকে শাহবাগ থানায় নিয়ে বেধড়ক মারধরের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন রমনা জোনের এডিসি হারুন অর রশিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ করেন তাঁরা। উপস্থিত থাকা হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেদের সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে এ সমাবেশ করেন।
সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা এডিসি হারুনের দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিষ্কারের দাবি জানান।
সমাবেশে মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপশিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে হারুন বেধড়ক পিটিয়েছেন।তাদের অপরাধ থাকলে তাদের মামলা দিন। বিচার করুন। কিন্তু এত নির্মমভাবে তাদের আক্রমণ করার অধিকার কে দিল? সম্পূর্ণ ব্যক্তিগত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করা হলো। তাকে (হারুন) শুধু প্রত্যাহার করলে হবে না তার দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে বহিষ্কার করা দরকার।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সহসম্পাদক রোকন উদ্দিন রানা বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে, আমাদের বড় ভাইদের ওপর পৈশাচিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। শুধু তার প্রত্যাহার নয়, তার অপকর্মের জন্য আইনানুসারে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমরা মনে করি, পরকীয়ার মতো একটি জঘন্য সমাজবিরোধী অপকর্ম ঢেকে ফেলার জন্য সে আমাদের দুই বড় ভাইকে বেড়ধক পিটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।’
সমাবেশে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের স্কুল ছাত্র সম্পাদক আরিফ হোসেন শুভ, মাস্টারদা সূর্যসেন হলের উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক জি এম সাদী, মোহাম্মদ রিয়াজ মাতব্বর, বিজয় একাত্তর হলের কার্যনির্বাহী সদস্য ইসমাইল আব্দুল মোনাফ (মোনাফ প্রান্ত) প্রমুখ।
এদিকে এডিসি হারুনের অবিলম্বে গ্রেপ্তার দাবি করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান শান্ত। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের কার্যনির্বাহী সদস্য আরিফ মনোয়ার মাহিন লিখেছেন, ‘সংগঠনটাকে বাপ-দাদার সম্পত্তির মতো চার ভাগ করে ফেলসেন আপনারা। যে যার নিজের ভাগ নিয়েই কামড়া কামড়ি করতেসেন। বই থেকে মুখস্থ করে নিজের কর্মীদের সামনে দুই-চার লাইন এস্থেটিক কথা বলাকে রাজনীতি বলে না। রাজনীতি মাঠের জিনিস, রাজপথের জিনিস। কর্মীর বিপদে রাজপথে আসেন, না হলে দিন শেষে বক্তব্যে হাততালি দেওয়ার মতো কর্মী থাকবে না।’
উল্লেখ্য, মারধরের বিষয়ে মন্তব্য জানতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে একাধিকবার ফোন দেওয়া হলে তাঁরা ফোন রিসিভ করেননি।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমসহ দুজনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ...
১৯ মিনিট আগে২ লাখ টাকা নিয়ে নিখোঁজের চার দিন পর মেহেদী হাসান বায়েজিদ (২২) নামে এক যুবককে বরগুনার আমতলী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে স্থানীয় এক অটোচালক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে...
২২ মিনিট আগেলালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের আদিতমারী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেলালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে ফেরার পথে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জাহিদুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার তুষভান্ডার এলাকায় গাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি।
২৫ মিনিট আগে