Ajker Patrika

যাত্রাবাড়ীতে ঘুমের মধ্যে দগ্ধ: বাবা-মায়ের পর চলে গেল শিশু রাফিয়াও

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১১: ৫৮
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-মায়ের পর মারা গেল দগ্ধ শিশু রাফিয়া (৩.৫)। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে রাফিয়ার মা ইতি (৩০) আর বিকেলে মারা যান তার বাবা রিপন (৪০)।

রাফিয়ার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শ্বাসনালিসহ শিশুটির শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে রাখা হয়েছিল আইসিইউ’তে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গত বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক খাদিমুল কুরআন মহিলা মাদ্রাসা গলির একটি ছয়তলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি জানান, বুধবার রাত পৌনে ২টার দিকে বিকট একটি শব্দ পান তাঁরা। এরপর ওই বাড়ি থেকে চিৎকারের শব্দ পেয়ে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, ইতি, তাঁর স্বামী রিপন ও তাঁদের ৩ বছর বয়সী মেয়ে রাফিয়ার শরীর আগুনে ঝলসানো। দরজা-জানলা ভেঙে গেছে। তিনজনকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, বাসায় লিকেজের কারণে গ্যাস জমে ছিল বলে ধারণা করছেন। রাতে মশার কয়েল থেকে বিস্ফোরণ ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

১০০ গজ দূরেই ক্যাম্প, তবু সোহাগকে বাঁচাতে কেন এল না কেউ—যা বললেন আনসারপ্রধান

উচ্চকক্ষ ‘সিনেটে’ ৭৬ আসনের প্রস্তাব, সদস্য নির্বাচন জনগণের ভোটে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত