Ajker Patrika

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২১: ৫৪
সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, তারা (বিএনপি) চায় এই আদালতকে সঠিকভাবে কাজ করতে দেবে না। তারা অরাজকতা-বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে একটি অরাজনৈতিক সরকার গঠনের প্রচেষ্টা চালাচ্ছে, যেটাকে বলছে তত্ত্বাবধায়ক সরকার।

কিন্তু সংবিধান অনুযায়ী তা কখনো সম্ভব হবে না। এই দুরাশা তাদের করা উচিত না। এই দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কেউ যদি মনে করে অন্যভাবে, বিদেশি শক্তির সাহায্যে ক্ষমতায় আসবে, সেই স্বপ্ন কখনো পূরণ হবে না।

আজ সোমবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধান বক্তা হিসেবে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা আসেননি। এ ছাড়া উপস্থিত ছিলেন না রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘তারা (বিএনপি) বিদেশিদের কাছে ধরনা দিয়ে ফেল মেরেছে। সাধারণ মানুষের প্রতি তাদের আস্থা নেই। তারা আদালতে বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করতে চায়। আইনজীবীরা সন্ত্রাসে বিশ্বাস করে না। অথচ বিভেদ সৃষ্টি করে আদালতে পর্যন্ত সন্ত্রাস সৃষ্টি করতে চায়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।’

কামরুল বলেন, নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ নির্বাচনে আসল, না আসল—সেটা বড় কথা নয়। আমরা চাই সবাই আসুক। নির্বাচন যথাসময়েই হবে।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে এবং সম্পাদক আবদুন নূর দুলালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত