Ajker Patrika

মশার লার্ভা নিয়ে নগরভবনে সামনে নগরবাসী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মশার লার্ভা নিয়ে নগরভবনে সামনে নগরবাসী 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিক্ষুব্ধ এলাকাবাসী মশার লার্ভা নিয়ে নগর ভবনের প্রধান ফটকের পাশে একটি ব্যানার নিয়ে অবস্থান নেন। আজ দুপুর ১২টায় তারা ব্যানার নিয়ে সেখানে অবস্থান করেন।

ব্যানার নিয়ে উপস্থিত সায়েদাবাদ এলাকার নূরনবী জানান তারা মশার যন্ত্রণায় অতিষ্ঠ। 

আলাউদ্দিন নামে পুরান ঢাকার একজন বলেন সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা এখানে এসেছেন। জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনার কারণে এলাকায় মশার উপদ্রব বেড়ে গেছে বলে তারা জানান।

আগতরা জানান, তারা কামরাঙ্গীরচর থেকে লার্ভাগুলো সংগ্রহ করেছেন। জুরাইন এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান, এলাকায় ময়লা-আবর্জনা জমে থাকা পানির কারণে মশার সৃষ্টি। সিটি করপোরেশনের প্রধান ফটকের আশপাশে ময়লা আবর্জনা রয়েছে বলে জানান তিনি। 

মিজানুর রহমান বলেন, মেয়রদের জনগণের কাছে জবাবদীহি করতে হয় না কারণ তারা জনগণের রায়ে নির্বাচিত হননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত