নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের কারাদণ্ড বহাল রাখা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন হাজী সেলিম। সেই সঙ্গে জামিনও চেয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরের পর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লিভ টু আপিল ফাইল করেছি। আগামী সপ্তাহে এই আবেদনর ওপর শুনানি হবে।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গত রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান। তবে অসুস্থতার কারণে তাঁকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে ১০ বছরের কারাদণ্ড বহালের রায় হাইকোর্ট থেকে বিচারিক আদালতে পাঠানো হয় গত ২৫ এপ্রিল। যেখানে তাঁকে এক মাসের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়। এদিকে তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সাজা থেকে হাজী মোহাম্মদ সেলিমকে হাইকোর্টের দেওয়া খালাসের বিরুদ্ধে ১০ মে আপিল করেছে দুদক। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে হাজী সেলিমের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন এবং ৫৯ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ১৩২ টাকার তথ্য গোপনের অভিযোগে রাজধানীর লালবাগ থানায় মামলা করে দুদক। ওই মামলায় ২০০৮ সালে হাজী সেলিমকে দুদক আইনের দুটি ধারায় মোট ১৩ বছর কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত।
২০০৯ সালে হাজী সেলিম বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালে ওই সাজা বাতিল করে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক। ওই আবেদনের পরিপ্রেক্ষিত ২০১৫ সালে হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় শুনানি করতে নির্দেশ দেন আপিল বিভাগ।
নির্দেশ অনুযায়ী ২০২০ সালের মামলাটি শুনানির জন্য উদ্যোগ নেয় দুদক। পুনরায় শুনানি শেষে গত বছরের ৯ মার্চ রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে আংশিক আপিল মঞ্জুর করে ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রাখেন আদালত। আর তিন বছরের দণ্ড থেকে তাঁকে খালাস দেওয়া হয়। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের কারাদণ্ড বহাল রাখা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন হাজী সেলিম। সেই সঙ্গে জামিনও চেয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরের পর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লিভ টু আপিল ফাইল করেছি। আগামী সপ্তাহে এই আবেদনর ওপর শুনানি হবে।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গত রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান। তবে অসুস্থতার কারণে তাঁকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে ১০ বছরের কারাদণ্ড বহালের রায় হাইকোর্ট থেকে বিচারিক আদালতে পাঠানো হয় গত ২৫ এপ্রিল। যেখানে তাঁকে এক মাসের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়। এদিকে তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সাজা থেকে হাজী মোহাম্মদ সেলিমকে হাইকোর্টের দেওয়া খালাসের বিরুদ্ধে ১০ মে আপিল করেছে দুদক। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে হাজী সেলিমের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন এবং ৫৯ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ১৩২ টাকার তথ্য গোপনের অভিযোগে রাজধানীর লালবাগ থানায় মামলা করে দুদক। ওই মামলায় ২০০৮ সালে হাজী সেলিমকে দুদক আইনের দুটি ধারায় মোট ১৩ বছর কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত।
২০০৯ সালে হাজী সেলিম বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালে ওই সাজা বাতিল করে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক। ওই আবেদনের পরিপ্রেক্ষিত ২০১৫ সালে হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় শুনানি করতে নির্দেশ দেন আপিল বিভাগ।
নির্দেশ অনুযায়ী ২০২০ সালের মামলাটি শুনানির জন্য উদ্যোগ নেয় দুদক। পুনরায় শুনানি শেষে গত বছরের ৯ মার্চ রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে আংশিক আপিল মঞ্জুর করে ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রাখেন আদালত। আর তিন বছরের দণ্ড থেকে তাঁকে খালাস দেওয়া হয়। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় দুজনকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিএনপির ফেসবুক পেজে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিত
১৪ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে মোহাম্মদ জিহাদ (১০) নামের এক শিশুর লাশের ময়নাতদন্ত করায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিশুর পরিবার ও এলাকাবাসী। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার মইজ্জারটেক চত্বরে মানববন্ধন করা হয়।
১৯ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাটিভর্তি ডাম্প ট্রাকের চাপায় মো. ফেরদৌস (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্-বাংলার ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে হামলার তিন দিন পর কিছুটা স্বস্তি ফিরেছে। তিনটি পরিবার ছাড়া সবাই ফিরেছে ঘরে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে খাদ্যসহায়তা হিসেবে চাল, ডাল, লবণ, চিনি, তেল, মরিচগুঁড়া, হলুদগুঁড়া,
২৭ মিনিট আগে