ঢামেক প্রতিবেদক
রাজধানীর হাতিরঝিল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাইয়ান জাবির (১৭) নামের এক শিক্ষার্থী মারা গেছে। এই ঘটনায় তার বন্ধু মুশফিক (১৭) আহত হয়েছে।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় অন্য বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়।
হাসপাতালে মৃত জাবিরের বন্ধু ইনসা আবির সানি বলেন, ‘বিকেলে দুই বন্ধু মুশফিক ও জাবির মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে জানতে পারি হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে; পথচারীরা তাদের মুগদা হাসপাতালে নিয়ে গেছে। খবর পেয়ে সেখান থেকে জাবিরকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর আহত মুশফিককে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে।’
ইনসা আবির সানি আরও বলেন, ‘পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি, মহানগর প্রজেক্ট এলাকার রাস্তায় সজোরে ব্রেক করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় তারা।’
মৃত জাবিরের ফুফু ফাতেমা খাতুন খুশি বলেন, তাঁদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার হাজিপাড়া গ্রামে। বর্তমানে দক্ষিণ বনশ্রী এলাকায় পরিবারের সঙ্গে থাকত। বাবার নাম রেজাউল করিম। জাবির বনশ্রী মডেল উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এক ভাই ও এক বোনের মধ্যে জাবির ছিল ছোট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতিরঝিল এলাকা থেকে বন্ধুরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বন্ধুরা জানায়, সে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাজধানীর হাতিরঝিল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাইয়ান জাবির (১৭) নামের এক শিক্ষার্থী মারা গেছে। এই ঘটনায় তার বন্ধু মুশফিক (১৭) আহত হয়েছে।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় অন্য বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়।
হাসপাতালে মৃত জাবিরের বন্ধু ইনসা আবির সানি বলেন, ‘বিকেলে দুই বন্ধু মুশফিক ও জাবির মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে জানতে পারি হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে; পথচারীরা তাদের মুগদা হাসপাতালে নিয়ে গেছে। খবর পেয়ে সেখান থেকে জাবিরকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর আহত মুশফিককে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে।’
ইনসা আবির সানি আরও বলেন, ‘পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি, মহানগর প্রজেক্ট এলাকার রাস্তায় সজোরে ব্রেক করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় তারা।’
মৃত জাবিরের ফুফু ফাতেমা খাতুন খুশি বলেন, তাঁদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার হাজিপাড়া গ্রামে। বর্তমানে দক্ষিণ বনশ্রী এলাকায় পরিবারের সঙ্গে থাকত। বাবার নাম রেজাউল করিম। জাবির বনশ্রী মডেল উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এক ভাই ও এক বোনের মধ্যে জাবির ছিল ছোট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতিরঝিল এলাকা থেকে বন্ধুরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বন্ধুরা জানায়, সে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
দুদক বলছে, ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচার করেন সজীব ওয়াজেদ জয়। তাঁর মোট সম্পদের পরিমাণ ৬১ কোটি ১৮ লাখ ৫ হাজার ৮৬৯ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকা এবং অস্থাবর সম্পদ ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকা।
১৪ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বাড়ানো ও নিরাপদ পরিবহনব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণে আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি
১৮ মিনিট আগেমিঠাপুকুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভুট্টার বীজবোঝাই ট্রাকের চাকা খুলে সার্ভিস লেনে ঢুকে পড়েছে। এ ঘটনায় বাসের সহকারী সুজন (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাটের বাতাসন ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেএকই সঙ্গে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে।
৪৩ মিনিট আগে