Ajker Patrika

চট্টগ্রাম থেকে আহত ৭ জন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুন ২০২২, ২২: ৫০
চট্টগ্রাম থেকে আহত ৭ জন ঢাকায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত সাতজনকে ঢাকায় আনা হয়েছে। আজ রোববার বিকেল ৬টায় তেজগাঁও পুরান বিমানবন্দরে আহত রোগীদের বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।

আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, ‘সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত সাতজনকে ঢাকা আনা হয়েছে। তাঁদের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হবে। আহত সাতজন রোগীর মধ্যে দুজন ফায়ার সার্ভিস ও বাকি পাঁচজন সাধারণ মানুষ।’

এর আগে বিএম ডিপোতে আগুনে বিস্ফোরণের ঘটনায় আহতদের আনার জন্য দুপুরে ঢাকা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার এমআই ১৭১ শাহ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

সীতাকুণ্ডে বিস্ফোরণ-সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এদিকে ঢাকার তেজগাঁও পুরান বিমানবন্দরে আগে থেকে ১২টি অ্যাম্বুলেন্স আনা হয়। পাশাপাশি রোগীদের নামানো এবং দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য ফায়ার সার্ভিসের একটি দল বিমানবন্দরে আসে। বিকেল ৬টা ১০ মিনিটে রোগীদের নিয়ে সাতটি অ্যাম্বুলেন্স হাসপাতালের উদ্দেশে ছেড়ে যায়।

এ-সম্পর্কিত সর্বশেষ:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত