Ajker Patrika

গুলশানে ১৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২৩: ৫০
গুলশানে ১৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে  

রাজধানীর গুলশান-২ এর ১৪ তলা ইউনিমার্ট ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি দোকান ও রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত ৯টায় ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আধা ঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘গুলশান ২ এর ইউনিমার্ট ভবনের তৃতীয় তলায় রাত ৯টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। পরবর্তীতে আরও পাঁচটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। রাত সাড়ে ৯টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এখনো কাজ চলছে।’ 

তিনি আরও বলেন, হতাহতের কোনো  খবর পাওয়া যায়নি। কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা বিস্তারিত রিপোর্ট পাওয়া গেলে জানতে পারব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত