Ajker Patrika

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি স্থাপনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

অনলাইন ডেস্ক
ফার্মেসি ও মেরামত কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
ফার্মেসি ও মেরামত কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলপাড়া এলাকায় জরুরি মেডিসিন সেবা ও বাইসাইকেল-মোটরসাইকেল মেরামতের সুবিধা নিশ্চিত করতে ফার্মেসি এবং মেরামত কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছে শিক্ষার্থীদের একটি দল। আজ রোববার (১২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে এ বিষয়ে স্মারকলিপি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের নেতৃত্বে একদল শিক্ষার্থী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জরুরি মেডিসিন সেবা ও বাইসাইকেল-মোটরসাইকেল মেরামত করা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি মুহূর্তে মেডিসিন সেবা পেতে রাত-বিরাতে শিক্ষার্থীদের দূরদূরান্তে যেতে হয়। টিউশনি ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে সাইকেল ও মোটরসাইকেল শিক্ষার্থীদের সবচেয়ে প্রয়োজনীয় বাহন।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সাইকেল ও মোটরসাইকেল মেরামতের কোনো সুবিধা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নেই। তাই জরুরি ভিত্তিতে হলপাড়ায় এ দুটি পরিষেবা স্থাপন করতে হবে। এ সময় উপাচার্য এ সমস্যার সমাধান করতে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষার্থী লিমন হাসান, আব্দুল্লাহ মু তানভীর, আহমেদ হোসেন জনি, নুরুল গণি ছগীর ও হাসিবুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত