জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মধ্যে সাত শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তা ছাড়া সাবেক দুই শিক্ষার্থীর সনদ ছয় মাসের জন্য সাময়িক স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাজন মিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সোহাগ মিয়া, ইংরেজি বিভাগের হামিদুল্লাহ সালমান, বায়োটেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং বিভাগের আহসান লাবিব, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আতিকুজ্জামান আতিক, ইংরেজি বিভাগের মো. মাহমুদুল হাসান রায়হান এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম ভূঁইয়া।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক দুই শিক্ষার্থীর সনদ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। তাঁরা হলেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী রাজু আহমেদ এবং অর্থনীতি বিভাগের ৩৩ ব্যাচের আবু সাঈদ ভূঁইয়া।
গতকাল সোমবার রাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়।
উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘শামীম মোল্লার মৃত্যুর বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় যে, প্রাথমিক প্রক্টরিয়াল তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রশাসনিক সভা থেকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃতদের মাধ্যমে মৃত্যু ঘটার মতো কোনো কর্মকাণ্ড পরিচালিত হওয়ার প্রমাণ মেলেনি।
উপাচার্য আরও বলেন, ‘প্রাথমিকভাবে শামীম মোল্লার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আশুলিয়া থানায় যে মামলা করেছিল, সেখানে শামীম মোল্লাকে আঘাত করার বিষয়টির উল্লেখ থাকলেও হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাত করার কথা উল্লেখ করা হয়নি। কিন্তু উদ্বেগের বিষয় হলো, আশুলিয়া থানার এফআইআরের ক্ষেত্রে দণ্ডবিধি ৩০২ ধারা উল্লেখ করে পূর্বপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হত্যার বিষয়টি যেভাবে বর্ণনা করা হয়েছে, যা এই রিপোর্টের পর্যবেক্ষণ ও বক্তব্যের পরিপন্থী।’
মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশের ধারা ৩-এর ২ (খ) অনুযায়ী নির্দিষ্ট মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এ আদেশ আগে দেওয়া সাময়িক বহিষ্কার আদেশের সময় থেকে কার্যকর হবে।’
তা ছাড়া গতকালের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় থেকে শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় করা মামলার সংশোধিত এজাহার দাখিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মধ্যে সাত শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তা ছাড়া সাবেক দুই শিক্ষার্থীর সনদ ছয় মাসের জন্য সাময়িক স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাজন মিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সোহাগ মিয়া, ইংরেজি বিভাগের হামিদুল্লাহ সালমান, বায়োটেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং বিভাগের আহসান লাবিব, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আতিকুজ্জামান আতিক, ইংরেজি বিভাগের মো. মাহমুদুল হাসান রায়হান এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম ভূঁইয়া।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক দুই শিক্ষার্থীর সনদ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। তাঁরা হলেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী রাজু আহমেদ এবং অর্থনীতি বিভাগের ৩৩ ব্যাচের আবু সাঈদ ভূঁইয়া।
গতকাল সোমবার রাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়।
উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘শামীম মোল্লার মৃত্যুর বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় যে, প্রাথমিক প্রক্টরিয়াল তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রশাসনিক সভা থেকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃতদের মাধ্যমে মৃত্যু ঘটার মতো কোনো কর্মকাণ্ড পরিচালিত হওয়ার প্রমাণ মেলেনি।
উপাচার্য আরও বলেন, ‘প্রাথমিকভাবে শামীম মোল্লার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আশুলিয়া থানায় যে মামলা করেছিল, সেখানে শামীম মোল্লাকে আঘাত করার বিষয়টির উল্লেখ থাকলেও হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাত করার কথা উল্লেখ করা হয়নি। কিন্তু উদ্বেগের বিষয় হলো, আশুলিয়া থানার এফআইআরের ক্ষেত্রে দণ্ডবিধি ৩০২ ধারা উল্লেখ করে পূর্বপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হত্যার বিষয়টি যেভাবে বর্ণনা করা হয়েছে, যা এই রিপোর্টের পর্যবেক্ষণ ও বক্তব্যের পরিপন্থী।’
মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশের ধারা ৩-এর ২ (খ) অনুযায়ী নির্দিষ্ট মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এ আদেশ আগে দেওয়া সাময়িক বহিষ্কার আদেশের সময় থেকে কার্যকর হবে।’
তা ছাড়া গতকালের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় থেকে শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় করা মামলার সংশোধিত এজাহার দাখিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। এর আগে ওই যুবককে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে।
১০ মিনিট আগেআয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তাঁর স্ত্রী নিলীমা দাসের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে তিন কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে...
২৪ মিনিট আগেগোষ্ঠীস্বার্থে বারবার ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ও ইমারত নির্মাণ বিধিমালার পরিবর্তন: জনস্বার্থ ও বাসযোগ্যতার বিপন্নতা এবং নাগরিকের করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। ‘বিভিন্ন নাগরিক, পেশাজীবী ও সামাজিক সংগঠন’-এর ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়...
১ ঘণ্টা আগেবরিশালের উজিরপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর আগে সোমবার দুপুরে উপজেলার শোলক ইউনিয়নে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে