নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যান্ত্রিক সমস্যা থেকে দুর্ঘটনা নয়, রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দুর্বৃত্তদের নাশকতাই ছিল। ফরিদপুরের ভাঙ্গা থেকে ওঠা সন্দেহভাজন তিন যুবক এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে মনে করে রেলপথ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ট্রেনটির ‘চ’ বগির একটি সিটের নিচে প্রথমে আগুন দেখা যায়। সেই সিটে কোনো যাত্রী ছিল না। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেন ট্রেনের যাত্রী ও কর্মীরা। তখন অনেকেই ছোটাছুটি করে নিচে নেমে যায়। তবে আগুন মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে, যা পরক্ষণেই পাওয়ার কার পর্যন্ত চলে যায়। তদন্ত কমিটির সদস্যরা মনে করেন, এটা কোনোভাবেই ট্রেনের স্বাভাবিক দুর্ঘটনা নয়। যাত্রীদের তথ্য যাচাই-বাছাই করে তদন্ত কমিটির সন্দেহ ফরিদপুরের ভাঙ্গা থেকে ওঠা তিন যুবককে ঘিরে।
জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, এখনো তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। বিষয়টি নিয়ে কাজ চলছে।
গত শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনে পাওয়ার কারসহ চারটি বগি পুড়ে যায়। এতে দগ্ধ হয়ে মারা গেছেন দুই নারী, এক শিশুসহ চারজন। আহত হয়েছে ১০ জন। এ ঘটনায় সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে রেলপথ মন্ত্রণালয়।
এদিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে অঙ্গার চারজনের লাশ দুই দিন ধরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। শনাক্ত না হওয়া এই চার লাশের দাবিদার পাঁচ পরিবার। পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার প্রস্তুতি চলছে।
আবার আগুনে দগ্ধ ও ধোঁয়ায় আহত আটজনও ভর্তি রয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আটজনের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বেনাপোল এক্সপ্রেস চালু হতে আরও এক দিন সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
যান্ত্রিক সমস্যা থেকে দুর্ঘটনা নয়, রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দুর্বৃত্তদের নাশকতাই ছিল। ফরিদপুরের ভাঙ্গা থেকে ওঠা সন্দেহভাজন তিন যুবক এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে মনে করে রেলপথ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ট্রেনটির ‘চ’ বগির একটি সিটের নিচে প্রথমে আগুন দেখা যায়। সেই সিটে কোনো যাত্রী ছিল না। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেন ট্রেনের যাত্রী ও কর্মীরা। তখন অনেকেই ছোটাছুটি করে নিচে নেমে যায়। তবে আগুন মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে, যা পরক্ষণেই পাওয়ার কার পর্যন্ত চলে যায়। তদন্ত কমিটির সদস্যরা মনে করেন, এটা কোনোভাবেই ট্রেনের স্বাভাবিক দুর্ঘটনা নয়। যাত্রীদের তথ্য যাচাই-বাছাই করে তদন্ত কমিটির সন্দেহ ফরিদপুরের ভাঙ্গা থেকে ওঠা তিন যুবককে ঘিরে।
জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, এখনো তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। বিষয়টি নিয়ে কাজ চলছে।
গত শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনে পাওয়ার কারসহ চারটি বগি পুড়ে যায়। এতে দগ্ধ হয়ে মারা গেছেন দুই নারী, এক শিশুসহ চারজন। আহত হয়েছে ১০ জন। এ ঘটনায় সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে রেলপথ মন্ত্রণালয়।
এদিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে অঙ্গার চারজনের লাশ দুই দিন ধরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। শনাক্ত না হওয়া এই চার লাশের দাবিদার পাঁচ পরিবার। পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার প্রস্তুতি চলছে।
আবার আগুনে দগ্ধ ও ধোঁয়ায় আহত আটজনও ভর্তি রয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আটজনের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বেনাপোল এক্সপ্রেস চালু হতে আরও এক দিন সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২ ঘণ্টা আগে