নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর চকবাজারের ইসলামবাগে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাস্তা সরু হওয়া ও আশপাশে পানির কোনো উৎস না থাকায় কয়েক শ মিটার দূরের বুড়িগঙ্গা থেকে পানি আনতে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ইনসিডেন্ট কমান্ডার উপপরিচালক ছালেহ উদ্দিন ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, ‘এটি একটি জুতার কারখানা। এশিয়া রাবার ইন্ডাস্ট্রি নামের এই কারখানাটিতে প্লাস্টিকের জুতা তৈরির জন্য প্লাস্টিকের দানাদারসহ যেসব কেমিক্যাল প্রয়োজন তা মজুত ছিল।’
ছালেহ উদ্দিন আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে আসে। তবে রাস্তা সরু হওয়ায় গাড়িগুলো সেখানে প্রবেশ করতে পারেনি। দূরে গাড়ি রেখে পাইপের মাধ্যমে পানি দেওয়া হয়েছে। এমনকি কারখানার আশপাশে কোথাও পানির রিজার্ভার ছিল না। তাই বুড়িগঙ্গায় পাম্প বসিয়ে বিশেষ কায়দায় এখানে পানি আনতে হয়েছে।’
ফায়ার সার্ভিসের এই উপপরিচালক আরও বলেন, ‘কারখানার ভেতরে প্রচুর দাহ্য পদার্থ আছে। তাই এখনো ধোঁয়া বের হচ্ছে। আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সদস্যরা এখানে কাজ করবে। কয়েকজন শ্রমিক অগ্নিকাণ্ডের ঘটনার পর বের হয়ে যায় তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
তবে আগুনের সূত্রপাত কীভাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি এখনো। এ বিষয়ে ছালেহ উদ্দিন জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে আসলে কীভাবে আগুন লেগেছিল এবং কত ক্ষতি হয়েছে।
এর আগে, আজ শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় অবস্থিত ওই রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।
রাজধানীর চকবাজারের ইসলামবাগে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাস্তা সরু হওয়া ও আশপাশে পানির কোনো উৎস না থাকায় কয়েক শ মিটার দূরের বুড়িগঙ্গা থেকে পানি আনতে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ইনসিডেন্ট কমান্ডার উপপরিচালক ছালেহ উদ্দিন ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, ‘এটি একটি জুতার কারখানা। এশিয়া রাবার ইন্ডাস্ট্রি নামের এই কারখানাটিতে প্লাস্টিকের জুতা তৈরির জন্য প্লাস্টিকের দানাদারসহ যেসব কেমিক্যাল প্রয়োজন তা মজুত ছিল।’
ছালেহ উদ্দিন আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে আসে। তবে রাস্তা সরু হওয়ায় গাড়িগুলো সেখানে প্রবেশ করতে পারেনি। দূরে গাড়ি রেখে পাইপের মাধ্যমে পানি দেওয়া হয়েছে। এমনকি কারখানার আশপাশে কোথাও পানির রিজার্ভার ছিল না। তাই বুড়িগঙ্গায় পাম্প বসিয়ে বিশেষ কায়দায় এখানে পানি আনতে হয়েছে।’
ফায়ার সার্ভিসের এই উপপরিচালক আরও বলেন, ‘কারখানার ভেতরে প্রচুর দাহ্য পদার্থ আছে। তাই এখনো ধোঁয়া বের হচ্ছে। আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সদস্যরা এখানে কাজ করবে। কয়েকজন শ্রমিক অগ্নিকাণ্ডের ঘটনার পর বের হয়ে যায় তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
তবে আগুনের সূত্রপাত কীভাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি এখনো। এ বিষয়ে ছালেহ উদ্দিন জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে আসলে কীভাবে আগুন লেগেছিল এবং কত ক্ষতি হয়েছে।
এর আগে, আজ শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় অবস্থিত ওই রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।
বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈষম্যমূলক নীতির প্রতিবাদ ও আবাসন ভাতা, হল নির্মাণসহ চার দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তালা দেন তারা।
২২ মিনিট আগেসিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় হোমিওপ্যাথির দোকান থেকে কেনা অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে একজন চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা মারা যান।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে ভাঙা স্থান দিয়ে সব ট্রেন ধীর গতিতে চলাচল করছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনে ফাটল দেখে কর্তৃপক্ষকে খবর দেয়।
২ ঘণ্টা আগেরাজধানীর হাতিরপুল থেকে শাহীনুর রহমান আশু (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) ভোর ৫টার দিকে হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের পুকুরপাড় পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে