Ajker Patrika

নির্বাচন পরবর্তী সহিংসতা: সাভারে নৌকা ও ঈগলের সমর্থকদের সংঘর্ষে আহত ১০ 

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ২৩: ২৬
Thumbnail image

ঢাকার সাভারে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে নয়টার দিকে পৌর এলাকার কাতলাপুড়ে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহদের মধ্যে নৌকা প্রতীকের সমর্থক ইকবাল হোসেন সম্পদ (২০), সিফাত (২১), সায়মন (১৯) ও সাগর মিয়া (২০) এবং ঈগল  প্রতীকের সমর্থক হৃদয় (২২), সাগর (২০) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত অবস্থায় পান্না (২১) নামে ঈগল প্রতীকের অপর এক সমর্থককে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

হৃদয় অভিযোগ করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থকেরা আজ বুধবার রাত সাড়ে নয়টার দিকে প্রথমে  তাঁদের ওপর হামলা চালায়। পরে ঈগল সমর্থকেরা জড়ো হয়ে তাঁদের ওপর হামলা চালায়। 

অন্যদিকে নৌকার সমর্থক ইকবাল হোসেন সম্পদ বলেন, ‘ঈগলের সমর্থকেরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর প্রথমে হামলা চালিয়েছে।’ 

সাভার থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ পেলে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত