সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সামছুউদ্দিন বেপারীর (৭০) লাশ নদীতে ভেসে উঠেছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বালুচর ইউনিয়নের ধলেশ্বরী নদীতে খোঁজাখুঁজির সময় স্বজনেরা তাঁর মরদেহ দেখতে পেয়ে ট্রলারে করে বাড়িতে নিয়ে আসেন।
সামছুউদ্দিন বেপারী ফুলহার গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীর স্রোতের কারণে লাশটি দূরে ভেসে গিয়েছিল। এ ছাড়া বাল্কহেডটি গতকাল রোববার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা-পুলিশ আটক করেছে।
রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. তৈয়ব আলী ও ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান রাসেল বলেন, আজ সোমবার সকালে নিহতের স্বজনরা একটি ট্রলারে করে নদীতে নিখোঁজ ব্যক্তির সন্ধান করতে গিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরে বালুচর নামক এলাকার নদীতে লাশ ভাসতে দেখেন। তাঁরা লাশটি বাড়ি নিয়ে আসেন।
উল্লেখ্য, গতকাল রোববার সকাল ৬টার দিকে সামছুউদ্দিন বেপারী গরুর ঘাস কাটার জন্য নিজের ডিঙি নৌকায় করে ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় খালি একটি বাল্কহেড ডিঙি নৌকার ওপর উঠিয়ে দিলে নৌকাটি পানিতে তলিয়ে যায় এবং সামছুউদ্দিন বেপারী নিখোঁজ হন। রোববার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়েও তাঁর সন্ধান পায়নি। সোমবার সকালে বালুচর ইউনিয়নের ধলেশ্বরী নদীতে লাশটি ভেসে উঠে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সামছুউদ্দিন বেপারীর (৭০) লাশ নদীতে ভেসে উঠেছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বালুচর ইউনিয়নের ধলেশ্বরী নদীতে খোঁজাখুঁজির সময় স্বজনেরা তাঁর মরদেহ দেখতে পেয়ে ট্রলারে করে বাড়িতে নিয়ে আসেন।
সামছুউদ্দিন বেপারী ফুলহার গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীর স্রোতের কারণে লাশটি দূরে ভেসে গিয়েছিল। এ ছাড়া বাল্কহেডটি গতকাল রোববার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা-পুলিশ আটক করেছে।
রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. তৈয়ব আলী ও ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান রাসেল বলেন, আজ সোমবার সকালে নিহতের স্বজনরা একটি ট্রলারে করে নদীতে নিখোঁজ ব্যক্তির সন্ধান করতে গিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরে বালুচর নামক এলাকার নদীতে লাশ ভাসতে দেখেন। তাঁরা লাশটি বাড়ি নিয়ে আসেন।
উল্লেখ্য, গতকাল রোববার সকাল ৬টার দিকে সামছুউদ্দিন বেপারী গরুর ঘাস কাটার জন্য নিজের ডিঙি নৌকায় করে ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় খালি একটি বাল্কহেড ডিঙি নৌকার ওপর উঠিয়ে দিলে নৌকাটি পানিতে তলিয়ে যায় এবং সামছুউদ্দিন বেপারী নিখোঁজ হন। রোববার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়েও তাঁর সন্ধান পায়নি। সোমবার সকালে বালুচর ইউনিয়নের ধলেশ্বরী নদীতে লাশটি ভেসে উঠে।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৬ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৮ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩৫ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৯ মিনিট আগে