Ajker Patrika

সিরাজদিখানে নৌকাডুবির এক দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২: ০৩
সিরাজদিখানে নৌকাডুবির এক দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সামছুউদ্দিন বেপারীর (৭০) লাশ নদীতে ভেসে উঠেছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বালুচর ইউনিয়নের ধলেশ্বরী নদীতে খোঁজাখুঁজির সময় স্বজনেরা তাঁর মরদেহ দেখতে পেয়ে ট্রলারে করে বাড়িতে নিয়ে আসেন। 

সামছুউদ্দিন বেপারী ফুলহার গ্রামের মৃত তাহের আলীর ছেলে। 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীর স্রোতের কারণে লাশটি দূরে ভেসে গিয়েছিল। এ ছাড়া বাল্কহেডটি গতকাল রোববার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা-পুলিশ আটক করেছে। 

রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. তৈয়ব আলী ও ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান রাসেল বলেন, আজ সোমবার সকালে নিহতের স্বজনরা একটি ট্রলারে করে নদীতে নিখোঁজ ব্যক্তির সন্ধান করতে গিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরে বালুচর নামক এলাকার নদীতে লাশ ভাসতে দেখেন। তাঁরা লাশটি বাড়ি নিয়ে আসেন। 

উল্লেখ্য, গতকাল রোববার সকাল ৬টার দিকে সামছুউদ্দিন বেপারী গরুর ঘাস কাটার জন্য নিজের ডিঙি নৌকায় করে ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় খালি একটি বাল্কহেড ডিঙি নৌকার ওপর উঠিয়ে দিলে নৌকাটি পানিতে তলিয়ে যায় এবং সামছুউদ্দিন বেপারী নিখোঁজ হন। রোববার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়েও তাঁর সন্ধান পায়নি। সোমবার সকালে বালুচর ইউনিয়নের ধলেশ্বরী নদীতে লাশটি ভেসে উঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত