Ajker Patrika

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১: ০৯
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

মুন্সিগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় গোমতী-মেঘনা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মোটরসাইকেলের চালক চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তানভীর আহম্মেদ রনি (২৬) ও তাঁর খালাতো ভাই একই গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহিদ হোসেন জিতু (২৫)। 

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন। 

এসআই রিয়াদ বলেন, ‘গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশের ঢালে অজ্ঞাত গাড়ির চাপায় দুজন গুরুতর আহত হন। সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন তাঁদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত