অনলাইন ডেস্ক
বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৮১ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের নামে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি ব্যাংকমালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) সাবেক চেয়ারম্যান।
একই দিন প্রায় ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-১ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, তাঁর স্ত্রী মাহমুদা আখতার ও ছেলে মোহাম্মদ আলীর নামে একটি মামলা করেছে দুদক।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, দুটি মামলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ করা হয়েছে।
নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ। সুবিদ আলী, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম।
গত বছরের ২ অক্টোবর নজরুল ইসলাম মজুমদারকে গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সুবিদ আলী ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদের পরিমাণ যথাক্রমে ৬ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৮৫৫ টাকা এবং ১ কোটি ৮৩ লাখ ১৮ হাজার ১০৪ টাকা। সুবিদ আলীর ২২টি ব্যাংক হিসাবে ১৮১ কোটি ৪২ লাখ ২২ হাজার ২৫৫ টাকা এবং মাহমুদা আখতারের ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১৪ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
সুবিদ আলীর ছেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৪২ লাখ ৫২ হাজার ৮২০ টাকার সম্পদ অর্জন এবং ২৫টি ব্যাংক হিসাবে ১০৩ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৪৫৭ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৮১ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের নামে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি ব্যাংকমালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) সাবেক চেয়ারম্যান।
একই দিন প্রায় ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-১ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, তাঁর স্ত্রী মাহমুদা আখতার ও ছেলে মোহাম্মদ আলীর নামে একটি মামলা করেছে দুদক।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, দুটি মামলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ করা হয়েছে।
নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ। সুবিদ আলী, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম।
গত বছরের ২ অক্টোবর নজরুল ইসলাম মজুমদারকে গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সুবিদ আলী ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদের পরিমাণ যথাক্রমে ৬ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৮৫৫ টাকা এবং ১ কোটি ৮৩ লাখ ১৮ হাজার ১০৪ টাকা। সুবিদ আলীর ২২টি ব্যাংক হিসাবে ১৮১ কোটি ৪২ লাখ ২২ হাজার ২৫৫ টাকা এবং মাহমুদা আখতারের ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১৪ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
সুবিদ আলীর ছেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৪২ লাখ ৫২ হাজার ৮২০ টাকার সম্পদ অর্জন এবং ২৫টি ব্যাংক হিসাবে ১০৩ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৪৫৭ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের ৪৪৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়। এ ছাড়া পাঁচ হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
৬ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বসতবাড়িতে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাশের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগেবিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সাত দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ রিমান্ডে নেওয়ার...
১ ঘণ্টা আগেমুর্শিদা বেগম বলেন, ‘ওই হাসপাতালে ভর্তি হওয়ার পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, ছেলের হার্টের বাম পাশের ভাল্ভ নষ্ট হয়ে গেছে। ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মানজিল আহমেদের তত্ত্বাবধানে কিছুদিন ছেলের চিকিৎসা চলে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ আছে।
১ ঘণ্টা আগে