নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম (শিমুল) ও তাঁর স্ত্রী ফারহানা রহমানের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (২ জুন) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদক মহাপরিচালক বলেন, পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত ২ কোটি ৯ লাখ ২৭ হাজার ৯৩১ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত মোট ২ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৪৬৯ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেন।
অবৈধ সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখার অভিযোগ তাঁর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা করা হয়েছে।
অপর মামলাটি করা হয়েছে শেখ রফিকুল ইসলামের স্ত্রী ফারহানা রহমানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ৩৯ লাখ ২ হাজার ২২৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে, যা তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ।
মামলার এজাহারে বলা হয়েছ, স্বামীর পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ দ্বারা স্ত্রীর নামে ৩৯ লাখ ২ হাজার ২২৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা দেওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
অবৈধ সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখার অভিযোগে শিমুলের স্ত্রীর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম (শিমুল) ও তাঁর স্ত্রী ফারহানা রহমানের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (২ জুন) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদক মহাপরিচালক বলেন, পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত ২ কোটি ৯ লাখ ২৭ হাজার ৯৩১ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত মোট ২ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৪৬৯ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেন।
অবৈধ সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখার অভিযোগ তাঁর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা করা হয়েছে।
অপর মামলাটি করা হয়েছে শেখ রফিকুল ইসলামের স্ত্রী ফারহানা রহমানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ৩৯ লাখ ২ হাজার ২২৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে, যা তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ।
মামলার এজাহারে বলা হয়েছ, স্বামীর পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ দ্বারা স্ত্রীর নামে ৩৯ লাখ ২ হাজার ২২৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা দেওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
অবৈধ সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখার অভিযোগে শিমুলের স্ত্রীর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বিগত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে এবং নানাভাবে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বাধাগ্রস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদীতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
১১ মিনিট আগেসর্বশেষ আদমশুমারি অনুযায়ী, গাজীপুরের জনসংখ্যা আগের চেয়ে বেড়েছে। এ কারণে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মূলত গাজীপুর-১ ও গাজীপুর-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গাজীপুর-৬ নামে একটি সংসদীয় আসন বাড়ানো হয়েছে। এটি গাজীপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। একটি আসন বাড়ানোতে স্থানীয় বাসিন্দা
২৬ মিনিট আগেখাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দ্রুত সাজা কার্যকরের দাবিতে ঝাড়ু ও লাঠিমিছিল হয়েছে। বুধবার সকালে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের উদ্যোগে এই মিছিল ও সমাবেশ হয়।
৩০ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে সাপুড়ে বয়েজ উদ্দিনের প্রাণ কেড়ে নেওয়া সেই বিষধর সাপটিকে কাঁচা চিবিয়ে খেয়েছেন মোজাহার নামের আরেক সাপুড়ে। আজ বিকেলে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে