নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা ১টার আশপাশের সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। বেলা ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় তাঁরা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। ফায়ার সার্ভিসের কর্মীদের অনুমান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এসি থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, আটতলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। এখন ভেতরে কোনো আগুন না থাকলেও ধোঁয়া আছে। মূলত পঞ্চম তলায় চিকিৎসা সরঞ্জাম রাখা একটি কক্ষে আগুন লাগে। পরে সেখান থেকে ছড়িয়ে যায়।
প্রচণ্ড গরমের কারণে শিশু হাসপাতালে রোগী ও আত্মীয়স্বজনের চাপ ছিল বলে জানা গেছে। প্রতিটি বেডেই রোগী ছিল। আগুনের খবর পেয়ে যে যার সামগ্রী ফেলে সন্তান নিয়ে নিচে নেমে যান। রোগী ও স্বজনদের মধ্যে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়।
আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। প্রাথমিকভাবে তাঁরা জানিয়েছেন, এ ঘটনায় কোনো প্রাণহানি বা কেউ হতাহত হয়নি।

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা ১টার আশপাশের সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। বেলা ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় তাঁরা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। ফায়ার সার্ভিসের কর্মীদের অনুমান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এসি থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, আটতলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। এখন ভেতরে কোনো আগুন না থাকলেও ধোঁয়া আছে। মূলত পঞ্চম তলায় চিকিৎসা সরঞ্জাম রাখা একটি কক্ষে আগুন লাগে। পরে সেখান থেকে ছড়িয়ে যায়।
প্রচণ্ড গরমের কারণে শিশু হাসপাতালে রোগী ও আত্মীয়স্বজনের চাপ ছিল বলে জানা গেছে। প্রতিটি বেডেই রোগী ছিল। আগুনের খবর পেয়ে যে যার সামগ্রী ফেলে সন্তান নিয়ে নিচে নেমে যান। রোগী ও স্বজনদের মধ্যে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়।
আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। প্রাথমিকভাবে তাঁরা জানিয়েছেন, এ ঘটনায় কোনো প্রাণহানি বা কেউ হতাহত হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে প্রকৌশল অনুষদ ভবনের সামনে এ হট্টগোল শুরু হয়। দিবাগত রাত ১টা ১০ মিনিটেও দুই পক্ষ সেখানে অবস্থান নিচ্ছিল।
৭ ঘণ্টা আগে
পুরান ঢাকা থেকে কেমিক্যাল ব্যবসা সরাতে সাত বছর আগে মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ শুরু করে সরকার। এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার বাকি আর মাত্র দুই মাস, অথচ এখনো সীমানাপ্রাচীর নির্মাণের কাজও শেষ হয়নি।
৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অতীশ দীপঙ্কর হল ও মাস্টারদা সূর্য সেন হলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে এগিয়ে রয়েছে ছাত্রদল। চাকসু নির্বাচনে অতীশ দীপঙ্কর হলে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাত হোসেন হৃদয় পেয়েছেন ২২৩ ভোট। এই হলে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী...
৮ ঘণ্টা আগে