Ajker Patrika

রাজধানীতে শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৫: ২৯
Thumbnail image

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা ১টার আশপাশের সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। বেলা ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর এখনো জানা যায়নি। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় তাঁরা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। ফায়ার সার্ভিসের কর্মীদের অনুমান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এসি থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। 

ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, আটতলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। এখন ভেতরে কোনো আগুন না থাকলেও ধোঁয়া আছে। মূলত পঞ্চম তলায় চিকিৎসা সরঞ্জাম রাখা একটি কক্ষে আগুন লাগে। পরে সেখান থেকে ছড়িয়ে যায়। 

প্রচণ্ড গরমের কারণে শিশু হাসপাতালে রোগী ও আত্মীয়স্বজনের চাপ ছিল বলে জানা গেছে। প্রতিটি বেডেই রোগী ছিল। আগুনের খবর পেয়ে যে যার সামগ্রী ফেলে সন্তান নিয়ে নিচে নেমে যান। রোগী ও স্বজনদের মধ্যে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। 

আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। প্রাথমিকভাবে তাঁরা জানিয়েছেন, এ ঘটনায় কোনো প্রাণহানি বা কেউ হতাহত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত