Ajker Patrika

ঢাকা মেডিকেলের নবজাতক চুরির ঘটনা তদন্তে কমিটি গঠন

ঢামেক প্রতিনিধি
ঢাকা মেডিকেলের নবজাতক চুরির ঘটনা তদন্তে কমিটি গঠন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বুধবার এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। 

তিনি বলেন, ‘বুধবার বিকেল পর্যন্ত শিশুটি উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশের একাধিক টিম কাজ করছে। নবজাতক মিসিংয়ের ঘটনায় আমাদের হাসপাতালের কারও কোনো গাফিলতি আছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের তরফ থেকে গাইনী বিভাগের অধ্যাপক ডা. ফিরোজা ওয়াজেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ 

গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটে। গতকাল সকালে সুখী বেগম নামে এক নারী গাইনী ওয়ার্ডে সিজারের মাধ্যমে দুটি যমজ সন্তান জন্ম দেয়। ওয়ার্ডের প্রবেশ পথের বারান্দায় দাদির কোলে ছিল তারা। এ সময় কালো রঙের বোরকা পরা এক মহিলা নবজাতকের দাদির সঙ্গে সখ্য গড়ে তোলে। পরে যমজ নবজাতকের একজনকে কোলে নিয়ে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত