Ajker Patrika

বিয়ের পর দিন দম্পতি চাকরিচ্যুত

সাভার প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১১: ৪৯
বিয়ের পর দিন দম্পতি চাকরিচ্যুত

আশুলিয়ায় বিয়ে করায় পোশাকশ্রমিক দম্পতিকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে এক কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত শনিবার তাঁদের চাকরিচ্যুত করা হয়।

চাকরি হারানো নবদম্পতি হলেন আশুলিয়ার নরসিংহপুর এলাকার নিট এশিয়া লিমিটেডের পোশাকশ্রমিক মোমিনুল ইসলাম শামীম ও লিমা আক্তার। তাঁদের দুজনেরই গ্রামের বাড়ি রংপুরে।

ভুক্তভোগীরা জানান, গত শুক্রবার বিয়ে করেন শামীম ও লিমা। তাঁদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। পরের দিন গত শনিবার তাঁরা কারখানায় যান। পরে কারখানার প্রশাসন কক্ষে ডেকে নিয়ে তাঁদের অপমান করা হয় বলে অভিযোগ করেন এ দম্পতি।

নিট এশিয়া কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা মো. সাজ্জাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে শামীমের প্রথম স্ত্রী রেখে আরেকজনের সঙ্গে সম্পর্ক করেছে। পরে মারামারি করেছে। এলাকার মানুষজন যখন তাকে ধরছিল তখন সে একটি কাবিননামা নিয়ে অফিসে এসেছিল। ওই মেয়েটা তার পরদিন থেকে আর অফিসে আসে নাই। মেয়েটাকে আগের ফ্যামিলির লোক মারধর করছিল। গলায় দাগও পড়েছিল।’

মো. সাজ্জাদ বলেন, ‘আমরা জানি তার প্রথম স্ত্রী আছে। দ্বিতীয়টাও তো বললাম। এটা (লিমা) তৃতীয়। সে বলেছে আগের স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে। তাকে বলা হয়েছে এর আগে তুমি এমন কাজ করছ, তোমাকে সতর্ক করা হয়েছে। তুমি তারপরও এমন একটা কাজ করলা? এ রকম বলার পরে মান-সম্মানের ভয়ে তারা আর অফিসে আসে না। তাদের চাকরি ছাড়তে বলা হয়নি।

নিট এশিয়ায় সুপারভাইজার হিসেবে প্রায় আট বছর যাবৎ কাজ করতেন মোমিনুল ইসলাম শামীম। তিনি বলেন, ‘এটি আমার দ্বিতীয় বিয়ে। এর আগের স্ত্রীকে ইতিমধ্যে তালাক দেওয়া হয়েছে। আমাকে তারা হেনস্তা করে রিজাইন দিতে বলে। রিজাইন দিলে আমাকে এ মাসের ১৮ দিনের বেতন দেবে বলে জানায়। কিন্তু আমি এর চেয়েও বেশি টাকা পাব। আট বছরের চাকরি বয়সের জন্য আমি আটটি বেসিক স্যালারি পাব।’

শামীম বলেন, ‘আমার প্রথম স্ত্রী কখনই এই অফিসে এসে ঝামেলা করে নাই। অন্যদের কাছ থেকে শুনে আমার বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। আমার কারণে তো কারখানার কোনো ক্ষতি হয়নি।’ প্রথম বিয়ের পর এই কারখানার অন্য শ্রমিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, তবে তাকে বিয়ে করেননি বলে স্বীকার করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত