Ajker Patrika

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ 

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১০: ১৫
পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ 

ঘন কুয়াশার কারণে আজ শনিবার ভোর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

তবে দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন না থাকায় দুটি ঘাটে দুর্ভোগ নেই বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর ৪টা থেকে নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। ভোর সাড়ে ৬টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যায়।

তখন নৌ দুর্ঘটনা এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি  চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে শাহ নেওয়াজ জানান।

ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকলেও পারাপারের অপেক্ষায় ঘাটে কোনো যাত্রীবাহী যানবাহন দেখা যায়নি। কিছু মালবাহী যানবাহন অপেক্ষায় ছিল।

এ দুটি নৌরুটে ছোট-বড় মোট ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত