Ajker Patrika

রাজধানীর খিলগাঁওয়ে মাথায় ইটের আঘাতে নিহত ১, মামার বিরুদ্ধে অভিযোগ

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে মেরাদিয়া এলাকায় মাথায় ইটের আঘাতে সুমন গাজী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ হত্যার অভিযোগ উঠেছে তাঁর মামার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৬টার দিকে মেরাদিয়ার মধ্যপাড়া মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমনের বড় ভাই মো. আলমগীর হোসেন জানান, তাঁরা মেরাদিয়া মসজিদ গলির মুক্তারের বাড়িতে থাকেন। একই গলিতে পরিবার নিয়ে থাকেন তাঁর মামা মোস্তফা। আজ সকালে মামার বাড়ির সামনে সুমনের সঙ্গে মামার হাতাহাতি হয়। একপর্যায়ে মামা, তাঁর দুই ছেলে, মেয়ে ও স্ত্রী মিলে সুমনকে ঘরে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে তাঁকে গলির মসজিদের পাশে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আলমগীর দাবি করেন, ঘরের জানালা ভেঙেছে অভিযোগ এনে সুমনকে খুন করেছেন মামা ও তাঁর পরিবার। এর আগেও সুমনকে তিনি মারধর করেছিলেন।

তিনি আরও জানান, সুমন কারওয়ান বাজারে কাঁচামাল কুড়িয়ে সেগুলো বিক্রি করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে। দুই বছর আগে তাঁর স্ত্রী ছেড়ে চলে যান। এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সুমন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলগাঁও থানা-পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত