Ajker Patrika

যুবশক্তির আনুষ্ঠানিক যাত্রা শুরু: জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

সাভার (ঢাকা) প্রতিনিধি 
জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন যুবশক্তি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। শনিবার সকালে স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সংগঠনটি। ছবি: আজকের পত্রিকা
জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন যুবশক্তি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। শনিবার সকালে স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সংগঠনটি। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন যুবশক্তি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের প্রথম কর্মসূচি পালন করেছে। শনিবার (২৪ মে) সকাল ৯টায় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি। এ সময় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও এনসিপির স্থানীয় নেতা–কর্মীরাও উপস্থিত ছিলেন।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, ‘যুবশক্তি কখনোই অন্য রাজনৈতিক দলের যুব সংগঠনের মতো হবে না। এটি ক্ষমতা ধরে রাখার হাতিয়ার হবে না। বরং দেশের মূল চালিকাশক্তি যুবসমাজকে কাজে লাগানোর লক্ষ্যেই আমাদের যাত্রা শুরু হয়েছে। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করবে যুবশক্তি। আমরা বিশ্বাস করি, যুবকদের জন্য আমাদের এই উদ্যোগ একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি যে মূলধারার রাজনৈতিক দলের যুব সংগঠনগুলো সমাজে একটি ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে। কিন্তু আমরা ভিন্ন পথে হাঁটছি। জাতীয় যুবশক্তি যেকোনো ধরনের অন্যায়, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকবে।’

বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে তারিকুল ইসলাম বলেন, ‘আমরা একটি সংস্কারের পথে রয়েছি। জুলাই গণ-অভ্যুত্থানে যে ২ হাজার প্রাণ বিসর্জন দিয়েছে, তা রাষ্ট্র পুনর্গঠনের দাবিতে। আমরা মনে করি, এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে পরিপূর্ণ রূপ পাওয়ার সময় এসেছে। সেই লক্ষ্যে ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ প্রণয়ন করতে হবে এবং তা রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হবে।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু শুধু নিষিদ্ধ করলেই হবে না। সরকার যে ৩০ কার্যদিবসের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের কথা বলেছে, তা এখনো কার্যকর হয়নি। আমরা দেখতে পাচ্ছি, নানা ইস্যু তুলে এই ঘোষণাপত্র বাস্তবায়নের পথ রুদ্ধ করার চেষ্টা হচ্ছে। যুবশক্তি সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় থাকবে। ঘোষণাপত্র বাস্তবায়নের আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

তারিকুল ইসলাম ঘোষণা দেন, ‘শিগগিরই আমরা রাজপথে ডাক দেব। দেশের সব যুব সংগঠন ও সচেতন যুবসমাজকে একত্রিত করে দেশব্যাপী ‘যুব মার্চ’ পালন করা হবে। ঈদের আগেই আমরা আমাদের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করব এবং যুবশক্তিকে পাড়া-মহল্লা থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যন্ত পৌঁছে দেব।’

মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, ‘দেশের বিশাল যুবশক্তিকে রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জাতীয় যুবশক্তি একটি ভিন্ন মাত্রার রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত