Ajker Patrika

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষকসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। 

মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন পাটোয়ারির গ্রুপের উজির আলীর লোকজন সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনা গ্রুপের শওকতের লোকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রিপন ও কল্পনা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। 

গুলিবিদ্ধ বাবুল ব্যাপারী (৪৭), ইখতিয়ার ব্যাপারী (২৬), আব্দুর রব (৫৫), মহিউদ্দিন শেখ (৩৪), আসলাম মোল্লাকে (৫০) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে রিপন পাটোয়ারি ও কল্পনা পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এর জের ধরে আজ রাতে রিপন পক্ষের উজির আলীর সমর্থক আল আমিন, অনিক, রিয়ন, মেহেদীসহ ১০–১২ জনের একটি গ্রুপ মুন্সিকান্দি এলাকায় অবস্থানরত প্রতিপক্ষ কল্পনা গ্রুপের শওকতের সমর্থকদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হন শওকত–কল্পনা পক্ষের বাবুল, ইখতিয়ার, আব্দুর রব, মহিউদ্দিন, আসলাম। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। 

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম কালাম প্রধান জানান, ৫ জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছিলেন। তাঁদের হাতে–পায়ে বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান বলেন, পূর্ব বিরোধের জেরে হামলায় গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। উজির আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত