Ajker Patrika

ব্যবসায়ীকে হত্যায় দম্পতির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর সদরঘাটের কাপড় ব্যবসায়ী কামরুল হাসান হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক শেখ ছামিদুল আলম এই রায় দেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন রোমানা আক্তার ওরফে সুমনা ও সোহেল রানা। তাঁরা স্বামী-স্ত্রী। মামলার বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নিহত কামরুল হাসান আসামি সুমনার পূর্বপরিচিত। সুমনার তাঁর সঙ্গে পরকীয়া ছিল। ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর সুমনা কামরুল হাসানকে তাঁর বাসায় ডেকে হত্যা করেন। পরবর্তীকালে অপর আসামি সোহেল রানা ও সুমনা মিলে তাঁর লাশ বস্তায় ভরে বিলে ফেলে দেন।

এদিকে কামরুল হাসানকে না পাওয়ায় তাঁর খালা রেহেনা পারভীন আদালতে এ মামলাটি করেন। মামলাটি পল্টন থানাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরে পিবিআই তদন্ত করে।

পিবিআই পুলিশ পরিদর্শক হারুনর রশীদ দুজনকে অভিযুক্ত করে আদালতে ২০১৭ সালের ৯ অক্টোবর চার্জশিট দাখিল করে। ২০১৮ সালের ৫ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

উল্লেখ্য, দণ্ডিত আসামিরা ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারামতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যা ও লাশ গুম করার কাহিনি বর্ণনা করেন। সোহেল রানা ২০২৩ সালের রাজধানীর উত্তরার ডাচ্‌-বাংলা ব্যাংকের বুথ থেকে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে সোয়া ১১ কোটি টাকা ডাকাতির মামলার অন্যতম আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত