Ajker Patrika

পুরান ঢাকায় মেস থেকে জবি ছাত্রীর লাশ উদ্ধার

জবি প্রতিনিধি 
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১০: ১৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি মারা গেছেন বলে মিটফোর্ড হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ড. রাজীব জানান।

নিহত ওই শিক্ষার্থীর নাম প্রত্যাশা মজুমদার অথৈ। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজের পেছনে একটি মেসে ভাড়া থাকতেন তিনি।

নিহত শিক্ষার্থীর সঙ্গে ওই মেসে থাকতেন সোনালী সাহা। তিনি বলেন, ‘আমি মেসে ছিলাম না। ফোন পেয়ে পরে হাসপাতালে এসেছি।’

ওই শিক্ষার্থীর সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।

সহপাঠীদের দাবি, আটক যুবকের সঙ্গে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত