নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইফতারে অনেকেরই চাই প্রাণ জুড়ানো লাচ্ছি। কারও কারও আবার যেনতেন লাচ্ছি হলে চলবে না। সেটা আসতে হবে পুরান ঢাকার জনপ্রিয় বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা থেকে! আবার কেউ আবদার করতে পারেন ‘চা অ্যান্ড চিল’-এর এক কাপ চায়ের জন্য। এক ছাদের নিচে এ রকম নানান রুচির মানুষের সাধ মেটাতে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর মাঠে শুরু হয়েছে ‘ফুডি ইফতার ও সেহরি ফেস্ট’।
পুরান ঢাকাসহ রাজধানীর ৩০টি জনপ্রিয় খাবারের আউটলেট নিয়ে বনানীতে ২০ মার্চ থেকে শুরু হয়েছে ইফতার ও সেহরির খাদ্যসামগ্রীর এ উৎসব। চলবে ২৯ মার্চ পর্যন্ত। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও রয়েছে হাঁড়ি, ওয়াফেল আপ, মোস্তাকিম ভ্যারাইটিজ কাবাব অ্যান্ড সুপ, ডিসেন্ট হালিম, বিরিয়ানি বাজার, সামশাদ বার্গার, ঢাকা মেট্রো রেস্টুরেন্ট, ট্রি স্টেট ইটারি, ক্যাপ্টেনস ওয়ার্ল্ডের মতো জনপ্রিয় সব খাবারের আউটলেট। এখানে পছন্দের সব মজার খাবার দিয়ে ইফতার ও সেহরি করার সুযোগ পাওয়া যাচ্ছে।
উৎসবের আয়োজক ফুডি বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ শাহনেওয়াজ মান্নান বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে এক জায়গায় বিভিন্ন আউটলেটের খাবার উপভোগের এটা একটা দারুণ সুযোগ। শুধু এখানে এসেই খাওয়া যাবে তা নয়; অর্ডার করে ডেলিভারিও নেওয়া যাবে। একা বা পরিবারসহ এসে এসব খাবারের স্বাদ নেওয়ার সুযোগ আছে।’
শাহনেওয়াজ মান্নান জানালেন, পরিবার বা বন্ধুদের মিলনমেলাও করা যাবে এখানে। একসঙ্গে এক শ মানুষ বসে খেতে পারবে। এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে ২৬ মার্চ থেকে থাকছে চার দিনব্যাপী বিশেষ মেহেদি উৎসব। ইফতার ও সেহরির খাবার কেনার ওপর থাকছে কুপন। এ কুপন থাকলে বিনা মূল্যে মেহেদি উৎসবে অংশগ্রহণ করা যাবে।
ফুডির ইফতার ও সেহরি ফেস্টে ‘পাওয়ার্ড বাই’ পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), হাইজিন পার্টনার ডেটল ও আইসক্রিম পার্টনার সেভয়।
ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি সহযোগী প্রতিষ্ঠান ফুডি বাংলাদেশ। এটি ডেলিভারিভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি খাদ্যবিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান। অনলাইনভিত্তিক খাবার সরবরাহকারী এই প্ল্যাটফর্ম শিক্ষিত তরুণদের দক্ষ কর্মীতে পরিণত করার ব্যাপারে প্রত্যয়ী। ফুডি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে সেবা বিস্তৃত করার পাশাপাশি তারা সর্বোত্তম সেবা প্রদান এবং নতুন নতুন উদ্ভাবনে বদ্ধপরিকর। আর এ লক্ষ্যে সেবা গ্রহণকারীদের জন্য রেস্টুরেন্ট, শপ ও রাইডার পার্টনারদের সঙ্গে কাজ করে যাচ্ছে তারা।
ইফতারে অনেকেরই চাই প্রাণ জুড়ানো লাচ্ছি। কারও কারও আবার যেনতেন লাচ্ছি হলে চলবে না। সেটা আসতে হবে পুরান ঢাকার জনপ্রিয় বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা থেকে! আবার কেউ আবদার করতে পারেন ‘চা অ্যান্ড চিল’-এর এক কাপ চায়ের জন্য। এক ছাদের নিচে এ রকম নানান রুচির মানুষের সাধ মেটাতে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর মাঠে শুরু হয়েছে ‘ফুডি ইফতার ও সেহরি ফেস্ট’।
পুরান ঢাকাসহ রাজধানীর ৩০টি জনপ্রিয় খাবারের আউটলেট নিয়ে বনানীতে ২০ মার্চ থেকে শুরু হয়েছে ইফতার ও সেহরির খাদ্যসামগ্রীর এ উৎসব। চলবে ২৯ মার্চ পর্যন্ত। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও রয়েছে হাঁড়ি, ওয়াফেল আপ, মোস্তাকিম ভ্যারাইটিজ কাবাব অ্যান্ড সুপ, ডিসেন্ট হালিম, বিরিয়ানি বাজার, সামশাদ বার্গার, ঢাকা মেট্রো রেস্টুরেন্ট, ট্রি স্টেট ইটারি, ক্যাপ্টেনস ওয়ার্ল্ডের মতো জনপ্রিয় সব খাবারের আউটলেট। এখানে পছন্দের সব মজার খাবার দিয়ে ইফতার ও সেহরি করার সুযোগ পাওয়া যাচ্ছে।
উৎসবের আয়োজক ফুডি বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ শাহনেওয়াজ মান্নান বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে এক জায়গায় বিভিন্ন আউটলেটের খাবার উপভোগের এটা একটা দারুণ সুযোগ। শুধু এখানে এসেই খাওয়া যাবে তা নয়; অর্ডার করে ডেলিভারিও নেওয়া যাবে। একা বা পরিবারসহ এসে এসব খাবারের স্বাদ নেওয়ার সুযোগ আছে।’
শাহনেওয়াজ মান্নান জানালেন, পরিবার বা বন্ধুদের মিলনমেলাও করা যাবে এখানে। একসঙ্গে এক শ মানুষ বসে খেতে পারবে। এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে ২৬ মার্চ থেকে থাকছে চার দিনব্যাপী বিশেষ মেহেদি উৎসব। ইফতার ও সেহরির খাবার কেনার ওপর থাকছে কুপন। এ কুপন থাকলে বিনা মূল্যে মেহেদি উৎসবে অংশগ্রহণ করা যাবে।
ফুডির ইফতার ও সেহরি ফেস্টে ‘পাওয়ার্ড বাই’ পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), হাইজিন পার্টনার ডেটল ও আইসক্রিম পার্টনার সেভয়।
ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি সহযোগী প্রতিষ্ঠান ফুডি বাংলাদেশ। এটি ডেলিভারিভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি খাদ্যবিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান। অনলাইনভিত্তিক খাবার সরবরাহকারী এই প্ল্যাটফর্ম শিক্ষিত তরুণদের দক্ষ কর্মীতে পরিণত করার ব্যাপারে প্রত্যয়ী। ফুডি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে সেবা বিস্তৃত করার পাশাপাশি তারা সর্বোত্তম সেবা প্রদান এবং নতুন নতুন উদ্ভাবনে বদ্ধপরিকর। আর এ লক্ষ্যে সেবা গ্রহণকারীদের জন্য রেস্টুরেন্ট, শপ ও রাইডার পার্টনারদের সঙ্গে কাজ করে যাচ্ছে তারা।
বগুড়ার শেরপুরে আকবর আলী (৬০) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম গ্রামে এ ঘটনা ঘটে। তিনি পেশায় একজন কবিরাজ।
৩৮ মিনিট আগেগতকাল শনিবার সকাল ৯টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ি-সংলগ্ন বনে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। দুপুরের দিকে স্থানীয়দের সঙ্গে নিয়ে অগ্নিকাণ্ডের স্থান শনাক্ত ও আগুন নির্বাপণের চেষ্টা করে বন বিভাগ। বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
১ ঘণ্টা আগেপছন্দের ঠিকাদার ও আত্মীয়স্বজনকে বেছে বেছে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবু রায়হানের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, কাজের সময় বৃদ্ধিতে হয়রানি ও অর্থ আদায়, ঠিকাদারকে দরপত্রের গোপন দর জানিয়ে দেওয়া, কর্মচারীদের হয়রানিসহ...
৭ ঘণ্টা আগেবাগেরহাটের ফকিরহাটে মোট ২৮ হাজার ৪২৬টি নলকূপ। তবে আতঙ্কের বিষয় হলো, এগুলোর মধ্যে ১৩ হাজার ৯৭১টিতে আর্সেনিকের মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে। শতকরা হিসাবে যা ৪৯ দশমিক ১৪ ভাগ। সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক পরীক্ষায়...
৯ ঘণ্টা আগে