Ajker Patrika

গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাইভেট কার খাদে, এক পরিবারের ৩ জন নিহত

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৪, ১১: ৫২
গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাইভেট কার খাদে, এক পরিবারের ৩ জন নিহত

মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাইভেট কার খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী ব্যাপারীর ছেলে আলমগীর হোসেন (৫০) ও তাঁর ছোট ছেলে জহিরুল ইসলাম (৩০) এবং আলমগীরের মামি রাহেলা বেগম (৫০)। আহতরা হলেন আলমগীরের বড় ছেলে নজরুল ইসলাম (৩৫) ও প্রাইভেট কারের চালক ইব্রাহিম খলিল সুজন (৩২)। হতাহতরা প্রাইভেট কারের যাত্রী ছিলেন। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির। তিনি বলেন, ‘মরদেহগুলো বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। কাভার্ড ভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

হুমায়ুন কবির আরও বলেন, ‘গতকাল রাত দেড়টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেট কার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে আসে। এ সময় পেছন থেকে প্রাইভেট কারটিকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে প্রাইভেট কারটি সড়কের পাশের খাদে পড়ে যায়। তখন ঘটনাস্থলেই তিনজন মারা যান। চালকসহ আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত