Ajker Patrika

ডিএনসিসির অপারেশনস সেন্টার পরিদর্শনে ২৭ দেশের সেনাবাহিনীর ৫৩ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিএনসিসির অপারেশনস সেন্টার পরিদর্শনে ২৭ দেশের সেনাবাহিনীর ৫৩ কর্মকর্তা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ইমারজেন্সি অপারেশনস সেন্টার পরিদর্শন করছেন ২৭টি দেশের সেনাবাহিনীর সদস্যরা। আজ সোমবার গুলশান-২ ডিএনসিসি নগর ভবন অডিটোরিয়ামে বিভিন্ন দেশের সেনাবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর পর অপারেশনস সেন্টার পরিদর্শন করেন তারা। যেখানে ২৭টি দেশের সেনাবাহিনীর ৫৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এ সময় ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, নগরীকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে আমরা কাজ করছি। আমরা ‘সবার ঢাকা’ অ্যাপস চালু করেছি। এর মাধ্যমে নগরীর বাসিন্দা এবং দায়িত্বপ্রাপ্তরা এক সঙ্গে কাজ করেন। বাসিন্দারা নিজেদের নাগরিক জীবনের সমস্যা অ্যাপসের মাধ্যমে জানান, সিটি করপোরেশন তা দ্রুত সমাধানে কাজ করে। 

আতিকুল ইসলাম নগরীর নানা সমস্যা উল্লেখ করে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে নানা সমস্যা রয়েছে। সদ্য ঘূর্ণিঝড় সিত্রাং এর কবলে পড়তে হয়েছে আমাদের। যেখানে আমাদের বর্জ্য বিভাগ এবং প্রকৌশল বিভাগ একাকার হয়ে কাজ করেছে। রাত জেগে কাজ করতে হয়েছে। এভাবে নগরীর সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করছি আমরা। 

অতিথিদের প্রশ্নের উত্তরে আতিকুল ইসলাম বলেন, করোনা মোকাবিলায় আমরা কাজ করেছি। একটা মার্কেটকে করোনা রোগীদের জন্য ডেডিকেটেড হসপিটাল হিসেবে তৈরি করা হয়েছে। বর্তমানে যেখানে ডেঙ্গু রোগীদের সেবা দেওয়া হচ্ছে। আজকের উদ্বোধন হওয়া ইমার্জেন্সি অপারেশনস সেন্টার আরেকটি মাইলফলক। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত