নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলায় কারাবন্দী সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের সঙ্গে কারাগারেই বিয়ে হয়েছে মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ বিয়ে সম্পন্ন হয়।
আজ শুক্রবার সকালে (২০ জুন) ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদালতের নির্দেশে সকল নিয়ম মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
এর আগে, গত বুধবার (১৮ জুন) গায়ক নোবেলের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বিয়ের অনুমতি দেন।
বিয়ের সময় কারাগারে উপস্থিত ছিলেন উভয় পক্ষের চার সাক্ষী—নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান এবং মো. সাদেক উল্লাহ ভূঁইয়া।
কারাগার সূত্রে জানা গেছে, বিয়ের সময় ইসলামি শরিয়তের নিয়ম অনুযায়ী কাজী উপস্থিত ছিলেন এবং কাবিন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
প্রসঙ্গত, গত ১৯ মে ইডেন মহিলা কলেজের সাবেক ছাত্রী প্রিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন গায়ক নোবেলের বিরুদ্ধে। মামলায় অভিযোগ করা হয়, নোবেল তাঁকে বিয়ের প্রলোভনে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন।
মামলার দিনই পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠান। ওই সময় নোবেলের আইনজীবী আদালতে দাবি করেন, বাদী আসলে তাঁর স্ত্রী, তিনি ধর্ষণ করেননি। তবে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে বৈধ কাবিননামা জমা দিতে পারেননি তিনি। বর্তমানে নোবেল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলায় কারাবন্দী সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের সঙ্গে কারাগারেই বিয়ে হয়েছে মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ বিয়ে সম্পন্ন হয়।
আজ শুক্রবার সকালে (২০ জুন) ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদালতের নির্দেশে সকল নিয়ম মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
এর আগে, গত বুধবার (১৮ জুন) গায়ক নোবেলের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বিয়ের অনুমতি দেন।
বিয়ের সময় কারাগারে উপস্থিত ছিলেন উভয় পক্ষের চার সাক্ষী—নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান এবং মো. সাদেক উল্লাহ ভূঁইয়া।
কারাগার সূত্রে জানা গেছে, বিয়ের সময় ইসলামি শরিয়তের নিয়ম অনুযায়ী কাজী উপস্থিত ছিলেন এবং কাবিন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
প্রসঙ্গত, গত ১৯ মে ইডেন মহিলা কলেজের সাবেক ছাত্রী প্রিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন গায়ক নোবেলের বিরুদ্ধে। মামলায় অভিযোগ করা হয়, নোবেল তাঁকে বিয়ের প্রলোভনে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন।
মামলার দিনই পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠান। ওই সময় নোবেলের আইনজীবী আদালতে দাবি করেন, বাদী আসলে তাঁর স্ত্রী, তিনি ধর্ষণ করেননি। তবে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে বৈধ কাবিননামা জমা দিতে পারেননি তিনি। বর্তমানে নোবেল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।
আসন সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুপাশে অন্তত ৫ কিলোমিটার এলাক
৯ মিনিট আগেসিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে অগ্নিনির্বাপণ বাহিনীর পুরোনো একটি ভবন। এই ভবন থেকেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা প্রতিদিন মানুষের জীবন ও সম্পদ বাঁচাতে দৌড়ে যান আগুন বা দুর্যোগের সময়। কিন্তু যেসব মানুষ সবার নিরাপত্তার জন্য ঝুঁকি নেন, তাদের নিজস্ব ঠিকানাটিই এখন মৃত্যুফাঁদে
১৯ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জে ধান খেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেসাংবাদিককে নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের বেঞ্চ এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে