অনলাইন ডেস্ক
দেশকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলের পলিটব্যুরোর সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থার পর্যালোচনা শেষে গৃহীত রাজনৈতিক প্রস্তাবের আলোকে এ আহ্বান জানিয়েছে দলটি।
আজ শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
সভায় দলের সভাপতি রাশেদ খান মেননের নামে হত্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছে দলটি। গত শুক্রবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে পলিটব্যুরোর সভায় গৃহীত প্রস্তাবের বরাতে বলা হয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত দেশকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে সকল রাজনৈতিক পক্ষকে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার আহ্বান জানাচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের জানমালের নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠাসহ দৈনন্দিন বাজার মূল্য নিয়ন্ত্রণ সাপেক্ষে জনগণকে স্বস্তি দেওয়ার কাজটি প্রধান বিবেচনায় নিয়ে সরকার কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার সংস্কারের যে কর্মসূচি ঘোষণা করেছেন তা যদি দীর্ঘ সময় নেয় এবং নতুন কোনো সাংবিধানিক সংকট সৃষ্টি হয়, তাহলে সরকারের চাওয়া-পাওয়ার সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষার ফারাক সৃষ্টি হবে যা ইতিবাচক ফলাফল বয়ে আনবে না।
দেশকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলের পলিটব্যুরোর সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থার পর্যালোচনা শেষে গৃহীত রাজনৈতিক প্রস্তাবের আলোকে এ আহ্বান জানিয়েছে দলটি।
আজ শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
সভায় দলের সভাপতি রাশেদ খান মেননের নামে হত্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছে দলটি। গত শুক্রবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে পলিটব্যুরোর সভায় গৃহীত প্রস্তাবের বরাতে বলা হয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত দেশকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে সকল রাজনৈতিক পক্ষকে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার আহ্বান জানাচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের জানমালের নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠাসহ দৈনন্দিন বাজার মূল্য নিয়ন্ত্রণ সাপেক্ষে জনগণকে স্বস্তি দেওয়ার কাজটি প্রধান বিবেচনায় নিয়ে সরকার কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার সংস্কারের যে কর্মসূচি ঘোষণা করেছেন তা যদি দীর্ঘ সময় নেয় এবং নতুন কোনো সাংবিধানিক সংকট সৃষ্টি হয়, তাহলে সরকারের চাওয়া-পাওয়ার সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষার ফারাক সৃষ্টি হবে যা ইতিবাচক ফলাফল বয়ে আনবে না।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
১ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
২ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
২ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
২ ঘণ্টা আগে