Ajker Patrika

গুলশানে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৩ 

ঢামেক প্রতিবেদক
গুলশানে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৩ 

রাজধানীর গুলশানে আমেরিকান দুতাবাসের গাড়ির গ্যারেজের সামনে ট্রাক ধাক্কায় রিকশা আরোহী রিহান (৫) নামের এক শিশু মারা গেছে। আহত হয়েছে পরিবারের আরও তিনজন। 

রোববার দিনগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে রিহানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতরা হলেন শিশুটির বড় বোন রাহী (৬), বাবা আব্দুর রহিম ও মা শাহজাদী আক্তার মাফারা (২৫)। 

শিশুটির মামা নজরুল ইসলাম জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামে। বর্তমানে গুলশান বাঁশতলা এলাকায় ভাড়া থাকে। আব্দুর রহিম গুলশানে মুদি দোকান করেন।

নজরুল ইসলাম জানান, রাতে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে নতুন বাজারে যান বাজার করতে। সেখান থেকে রিকশা যোগে বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে রিহানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিহানের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। রাহী ও তার মা মাফারাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। আব্দুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য শাহবুদ্দিন হাসপাতালে ভর্তি করা রয়েছে। 

গুলশান থানার উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে আমেরিকান দুতাবাসের গাড়ির গ্যারেজের সামনের রাস্তা দিয়ে রিকশা করে যাচ্ছিলেন তারা। এ সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রিকশা থেকে ছিটকে পরে চার জন আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মারা যায়। 

নজরুল ইসলাম আরও জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। তবে রিকশা চালককে পাওয়া যায়নি। এই ঘটনা এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত