শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার আদলে খাট উপহার দিয়েছিলেন মাদারীপুরের হারুণ অর রশীদ। বিনিময়ে উপহার হিসেবে পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া একতলা বাড়ি।
আজ বৃহস্পতিবার সকালে বাড়ি চাবি হারুণ অর রশীদকে বুঝিয়ে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। অসহায়ের পাশে দাঁড়ানোতে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কালিতলা এলাকার বাসিন্দা হারুণ অর রশীদ। কাঠমিস্ত্রির কাজ করতেন টাঙ্গাইলের কেদারপুরের নাগরপুরে। পাঁচ বছর ধরে জমানো টাকা দিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করেন ১১ ফুট লম্বা ও ৮ ফুট প্রস্থের একটি খাট। সেটি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেন। প্রধানমন্ত্রী খাটটি পছন্দ করেন। পরে সেটি বসানো হয় বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজ গ্রামের বাড়িতে দুই শতাংশ জায়গার ওপর নির্মাণ করে দেওয়া হয় একতলা বাড়ি। বাড়িতে রয়েছে টিউবওয়েল, বিদ্যুৎ সংযোগ, পাকা পায়খানা।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আপ্লুত কাঠমিস্ত্রি হারুণ অর রশীদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার তৈরি করা খাট পছন্দ করেছেন, তাতেই আমি খুশি। খাটটি তৈরি করেছি প্রায় পাঁচ বছর ধরে। পরে সেটি ৬-৭ জন শ্রমিক নিয়ে টুঙ্গিপাড়ায় বসানো হয়েছে। এতেও বেশ আনন্দ লেগেছে। পরে প্রধানমন্ত্রী আমাকে ঘর উপহার দিয়েছেন। আমি ও আমার পরিবার খুশি।’
স্থানীয় জুলফিকার আলী বলেন, ‘অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এতে খুশি আমরাও।’
ঘর উপহার দিতে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশের সব প্রান্তে গৃহহীনদের খুঁজে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার ও আওয়ামী লীগ।’
উল্লেখ্য, হারুণ অর রশীদের পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী ও তিন ছেলে রয়েছে। বার্ধক্যজনিত কারণে কর্মহীন হয়ে পড়েছেন এই কাঠমিস্ত্রি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার আদলে খাট উপহার দিয়েছিলেন মাদারীপুরের হারুণ অর রশীদ। বিনিময়ে উপহার হিসেবে পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া একতলা বাড়ি।
আজ বৃহস্পতিবার সকালে বাড়ি চাবি হারুণ অর রশীদকে বুঝিয়ে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। অসহায়ের পাশে দাঁড়ানোতে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কালিতলা এলাকার বাসিন্দা হারুণ অর রশীদ। কাঠমিস্ত্রির কাজ করতেন টাঙ্গাইলের কেদারপুরের নাগরপুরে। পাঁচ বছর ধরে জমানো টাকা দিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করেন ১১ ফুট লম্বা ও ৮ ফুট প্রস্থের একটি খাট। সেটি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেন। প্রধানমন্ত্রী খাটটি পছন্দ করেন। পরে সেটি বসানো হয় বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজ গ্রামের বাড়িতে দুই শতাংশ জায়গার ওপর নির্মাণ করে দেওয়া হয় একতলা বাড়ি। বাড়িতে রয়েছে টিউবওয়েল, বিদ্যুৎ সংযোগ, পাকা পায়খানা।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আপ্লুত কাঠমিস্ত্রি হারুণ অর রশীদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার তৈরি করা খাট পছন্দ করেছেন, তাতেই আমি খুশি। খাটটি তৈরি করেছি প্রায় পাঁচ বছর ধরে। পরে সেটি ৬-৭ জন শ্রমিক নিয়ে টুঙ্গিপাড়ায় বসানো হয়েছে। এতেও বেশ আনন্দ লেগেছে। পরে প্রধানমন্ত্রী আমাকে ঘর উপহার দিয়েছেন। আমি ও আমার পরিবার খুশি।’
স্থানীয় জুলফিকার আলী বলেন, ‘অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এতে খুশি আমরাও।’
ঘর উপহার দিতে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশের সব প্রান্তে গৃহহীনদের খুঁজে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার ও আওয়ামী লীগ।’
উল্লেখ্য, হারুণ অর রশীদের পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী ও তিন ছেলে রয়েছে। বার্ধক্যজনিত কারণে কর্মহীন হয়ে পড়েছেন এই কাঠমিস্ত্রি।
বগুড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালাক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ হয়ে মারা যাওয়া আয়া মাসুমাকে ভোলার বোরহানউদ্দিনে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় নিজ এলাকায় তাঁর জানাজা শেষে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দাফন
১১ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে ইব্রাহিম ও নাদিম নামের দুই শিশু মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের রবিউল লালের বাড়িতে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেরাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে গুলশান থানায় এই মামলা দায়ের করেন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা...
১৭ মিনিট আগে