নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর উত্তরা বোট ক্লাবে শ্লীলতাহানি ও মারধরের মামলায় আদালতে হাজির হননি পরীমণি। এ কারণে আদালত সাক্ষ্য গ্রহণ পিছিয়ে দিয়েছেন। গত বছর ২৯ নভেম্বর পরীমণি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ হাজির হয়ে তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেন।
আজ সোমবার পরীমণিকে আসামিপক্ষের জেরা করার জন্য দিন ধার্য ছিল। কিন্তু পরীমণি হাজির না হওয়ায় তাঁকে জেরার জন্য পরবর্তী তারিখ ধার্য করা হয় আগামী ২৩ মে। ট্রাইব্যুনালের বিচারক মো. হেমায়েত উদ্দিন এই তারিখ ধার্য করেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা সুরভী আজকের পত্রিকাকে বলেন, পরীমণি হাজির হতে পারেননি, তাই ট্রাইব্যুনাল সময় দিয়েছেন।
গত বছর ১৮ মে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে একই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামাল হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ ও তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) শাহ শহিদুল আলমের নাম না থাকলেও তদন্তের সময় সম্পৃক্ততা পাওয়ায় পুলিশ অভিযোগপত্রে তাঁর নাম অন্তর্ভুক্ত করে।
২০২১ সালের ১৪ জুন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির, অমি এবং আরও চারজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় এজাহারে। সেদিনই উত্তরা ১ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে নাসির ও অমিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় দায়ের করা আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অভিযোগপত্রে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়নি। কিন্তু মারধর ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়।
পরীমণির তাঁর মামলার এজাহারে বলেছিলেন, গত ৮ জুন রাত ১১টা ৩০ মিনিটে পরীমণি তাঁর বাসা থেকে তাঁর কস্টিউম ডিজাইনার জিমি, জিমির বন্ধু অমি ও পরীমণির বোন বনিসহ দুটি গাড়িযোগে উত্তরার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে অমি বলেন-বেড়িবাঁধে ঢাকা বোট ক্লাব লিমিটেডে তাঁর দুই মিনিটের কাজ আছে। অমির কথামতো তাঁরা ঢাকা বোট ক্লাবের সামনে গত ৯ জুন রাত ১২টা ২০ মিনিটের সময় গাড়ি দাঁড় করান। কিন্তু বোট ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় অমি কোনো এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তখন ঢাকা বোট ক্লাবের সিকিউরিটি গার্ডরা গেট খুলে দেন।
তখন অমি ভেতরে যান এবং অনুরোধ করেন পরীমণিদের ভেতরে যেতে। এরই মধ্যে পরীমণির ছোট বোন বনি ঢাকা বোট ক্লাবে প্রবেশ করে বারের কাছের টয়লেট ব্যবহার করেন। টয়লেট থেকে বের হতেই ১ নম্বর বিবাদী নাসির উদ্দিন মাহমুদ সবাইকে ডেকে বারের ভেতরে বসার অনুরোধ করেন এবং কফি খাওয়ার জন্য প্রস্তাব দেন। পরীমণি বিষয়টি এড়িয়ে যেতে চাইলে অমিসহ নাসির মদ পান করার জন্য জোর করেন। পরীমণি মদ পান করতে না চাইলে নাসির জোর করে পরীমণির মুখের মধ্যে মদের বোতল প্রবেশ করিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করেন। এতে তিনি সামনের ঠোঁটে আঘাত পান।
নাসির পরীমণিদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। নাসির উত্তেজিত হয়ে টেবিলে রাখা গ্লাস ও মদের বোতল ভাঙচুর করে পরীমণির গায়ে ছুড়ে মারেন। তখন কস্টিউম ডিজাইনার জিমি বাধা দিতে চাইলে তাঁকেও মারধর করে জখম করেন।
মামলায় আরও বলা হয়, অমি পরিকল্পিতভাবে পরীমণিকে বোট ক্লাবে নিয়ে নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে যোগসাজশ করে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন।
রাজধানীর উত্তরা বোট ক্লাবে শ্লীলতাহানি ও মারধরের মামলায় আদালতে হাজির হননি পরীমণি। এ কারণে আদালত সাক্ষ্য গ্রহণ পিছিয়ে দিয়েছেন। গত বছর ২৯ নভেম্বর পরীমণি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ হাজির হয়ে তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেন।
আজ সোমবার পরীমণিকে আসামিপক্ষের জেরা করার জন্য দিন ধার্য ছিল। কিন্তু পরীমণি হাজির না হওয়ায় তাঁকে জেরার জন্য পরবর্তী তারিখ ধার্য করা হয় আগামী ২৩ মে। ট্রাইব্যুনালের বিচারক মো. হেমায়েত উদ্দিন এই তারিখ ধার্য করেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা সুরভী আজকের পত্রিকাকে বলেন, পরীমণি হাজির হতে পারেননি, তাই ট্রাইব্যুনাল সময় দিয়েছেন।
গত বছর ১৮ মে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে একই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামাল হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ ও তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) শাহ শহিদুল আলমের নাম না থাকলেও তদন্তের সময় সম্পৃক্ততা পাওয়ায় পুলিশ অভিযোগপত্রে তাঁর নাম অন্তর্ভুক্ত করে।
২০২১ সালের ১৪ জুন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির, অমি এবং আরও চারজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় এজাহারে। সেদিনই উত্তরা ১ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে নাসির ও অমিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় দায়ের করা আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অভিযোগপত্রে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়নি। কিন্তু মারধর ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়।
পরীমণির তাঁর মামলার এজাহারে বলেছিলেন, গত ৮ জুন রাত ১১টা ৩০ মিনিটে পরীমণি তাঁর বাসা থেকে তাঁর কস্টিউম ডিজাইনার জিমি, জিমির বন্ধু অমি ও পরীমণির বোন বনিসহ দুটি গাড়িযোগে উত্তরার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে অমি বলেন-বেড়িবাঁধে ঢাকা বোট ক্লাব লিমিটেডে তাঁর দুই মিনিটের কাজ আছে। অমির কথামতো তাঁরা ঢাকা বোট ক্লাবের সামনে গত ৯ জুন রাত ১২টা ২০ মিনিটের সময় গাড়ি দাঁড় করান। কিন্তু বোট ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় অমি কোনো এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তখন ঢাকা বোট ক্লাবের সিকিউরিটি গার্ডরা গেট খুলে দেন।
তখন অমি ভেতরে যান এবং অনুরোধ করেন পরীমণিদের ভেতরে যেতে। এরই মধ্যে পরীমণির ছোট বোন বনি ঢাকা বোট ক্লাবে প্রবেশ করে বারের কাছের টয়লেট ব্যবহার করেন। টয়লেট থেকে বের হতেই ১ নম্বর বিবাদী নাসির উদ্দিন মাহমুদ সবাইকে ডেকে বারের ভেতরে বসার অনুরোধ করেন এবং কফি খাওয়ার জন্য প্রস্তাব দেন। পরীমণি বিষয়টি এড়িয়ে যেতে চাইলে অমিসহ নাসির মদ পান করার জন্য জোর করেন। পরীমণি মদ পান করতে না চাইলে নাসির জোর করে পরীমণির মুখের মধ্যে মদের বোতল প্রবেশ করিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করেন। এতে তিনি সামনের ঠোঁটে আঘাত পান।
নাসির পরীমণিদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। নাসির উত্তেজিত হয়ে টেবিলে রাখা গ্লাস ও মদের বোতল ভাঙচুর করে পরীমণির গায়ে ছুড়ে মারেন। তখন কস্টিউম ডিজাইনার জিমি বাধা দিতে চাইলে তাঁকেও মারধর করে জখম করেন।
মামলায় আরও বলা হয়, অমি পরিকল্পিতভাবে পরীমণিকে বোট ক্লাবে নিয়ে নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে যোগসাজশ করে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে