উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ এক প্রবাসী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর নাম মজিবর রহমান। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার পর ১ নম্বর এপিবিএনের গেটের সামনে থেকে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে আটক করা হয়।
প্রবাসী মজিবর রহমানের কাছ থেকে চারটি সোনার বার ও দুটি চুড়ি জব্দ করা হয়েছে। তাঁর কাছ থেকে ৫১৭ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এর বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, সৌদি আরবের দাম্মাম থেকে প্রবাসী মজিবর রহমান ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হল ত্যাগ করার পর তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এপিবিএন অফিসে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবর রহমান অস্বীকার করলেও পরবর্তীকালে বিশদ জিজ্ঞাসাবাদে সোনা থাকার কথা স্বীকার করেন।
জিয়াউল হক বলেন, পরে যাত্রী তাঁর মোজার ভেতর থেকে চার পিস সোনার বার বের করে দেন, যার ওজন ৪৬৪ গ্রাম। আর তাঁর লাগেজের ভেতর থেকে আরও ৫৩ গ্রাম অলংকার বের করে দেন, যার বাজারমূল্য প্রায় প্রায় ৬০ লাখ টাকা।
এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ এক প্রবাসী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর নাম মজিবর রহমান। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার পর ১ নম্বর এপিবিএনের গেটের সামনে থেকে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে আটক করা হয়।
প্রবাসী মজিবর রহমানের কাছ থেকে চারটি সোনার বার ও দুটি চুড়ি জব্দ করা হয়েছে। তাঁর কাছ থেকে ৫১৭ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এর বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, সৌদি আরবের দাম্মাম থেকে প্রবাসী মজিবর রহমান ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হল ত্যাগ করার পর তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এপিবিএন অফিসে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবর রহমান অস্বীকার করলেও পরবর্তীকালে বিশদ জিজ্ঞাসাবাদে সোনা থাকার কথা স্বীকার করেন।
জিয়াউল হক বলেন, পরে যাত্রী তাঁর মোজার ভেতর থেকে চার পিস সোনার বার বের করে দেন, যার ওজন ৪৬৪ গ্রাম। আর তাঁর লাগেজের ভেতর থেকে আরও ৫৩ গ্রাম অলংকার বের করে দেন, যার বাজারমূল্য প্রায় প্রায় ৬০ লাখ টাকা।
এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লার বাসিন্দা হোসনে আরা খাতুনের বাসার টেলিফোন সংযোগ ছিল একসময়। ১০ বছর আগে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন স্থানীয় বিটিসিএল কার্যালয়ে যোগাযোগ করেছেন সংযোগ সচল করতে। তারা জানিয়েছে, মাটির নিচের কেব্ল লাইন নষ্ট হয়েছে। বরাদ্দ এলে মেরামত করা হবে।
২ মিনিট আগে‘আওয়ামী লীগের দোসর লুকিয়ে আছে’—এমন গুজব ছড়িয়ে ‘মব’ সৃষ্টি করে রাজধানীর গুলশানের একটি বাড়িতে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১২টায় তল্লাশির কথা বলে বাড়িটিতে ঢুকে স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুট ও ভাঙচুর করে তারা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যান আইনশৃঙ্খলা
৪ মিনিট আগেরমজানে মানুষকে লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্ত রাখার অঙ্গীকার করেছেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। লোডশেড মুক্ত রাখতে গিয়ে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হচ্ছে বেশি। এ ছাড়া শিল্প, কলকারখানায়ও গ্যাস সরবরাহ আগের তুলনায় বেড়েছে। আর এতেই টান পড়েছে বাসাবাড়ির
২৩ মিনিট আগেগাইবান্ধা জেনারেল হাসপাতালের সিন্ডিকেটের দাপটে এক যুগের বেশি সময় ধরে ন্যূনতম অ্যাম্বুলেস সেবা পাচ্ছে না এ জেলার বাসিন্দারা। জেলার ৩৫ লাখ মানুষের একমাত্র চিকিৎসাকেন্দ্র এটি। এদিকে অভিযোগ রয়েছে, সরকারি অ্যাম্বুলেন্সের সংকটের সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন প্রাইভেট অ্যাম্বুলেন্স ব্যবসায়ীরা।
২৭ মিনিট আগে