Ajker Patrika

বিমানবন্দরে স্বর্ণের বারসহ প্রবাসী যাত্রী আটক

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১১: ৩৬
বিমানবন্দরে স্বর্ণের বারসহ প্রবাসী যাত্রী আটক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ এক প্রবাসী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর নাম মজিবর রহমান। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার পর ১ নম্বর এপিবিএনের গেটের সামনে থেকে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে আটক করা হয়।

প্রবাসী মজিবর রহমানের কাছ থেকে চারটি সোনার বার ও দুটি চুড়ি জব্দ করা হয়েছে। তাঁর কাছ থেকে ৫১৭ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এর বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, সৌদি আরবের দাম্মাম থেকে প্রবাসী মজিবর রহমান ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হল ত্যাগ করার পর তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এপিবিএন অফিসে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবর রহমান অস্বীকার করলেও পরবর্তীকালে বিশদ জিজ্ঞাসাবাদে সোনা থাকার কথা স্বীকার করেন।

জিয়াউল হক বলেন, পরে যাত্রী তাঁর মোজার ভেতর থেকে চার পিস সোনার বার বের করে দেন, যার ওজন ৪৬৪ গ্রাম। আর তাঁর লাগেজের ভেতর থেকে আরও ৫৩ গ্রাম অলংকার বের করে দেন, যার বাজারমূল্য প্রায় প্রায় ৬০ লাখ টাকা।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত