Ajker Patrika

টঙ্গীতে প্রাইভেটকারের চাপায় নিহত ১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
Thumbnail image

গাজীপুরের টঙ্গীতে প্রাইভেটকার চাপায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আজ রোববার সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ প্রতিবেদন (দুপুর ১টা) লেখা পর্যন্ত পুলিশ মৃতের পরিচয় শনাক্ত করতে পারেনি। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাস স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে রোববার ভোরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, আঙুলের ছাপ সংগ্রহ করে মৃতের পরিচয় শনাক্ত করতে সিআইডিকে খবর পাঠানো হয়েছে। প্রাইভেটকার ও তার চালককে আটক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত