সাভার (ঢাকা) প্রতিনিধি
ছিনতাইকারীকে থানায় ধরে নিয়ে যাওয়া পোশাক শ্রমিক সুমাইয়ার মোবাইলটি অবশেষে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে সুমাইয়ার হাতে মোবাইল তুলে দেওয়া হয়। গতকাল সোমবার সন্ধ্যায় ছিনতাইয়ের শিকার হয়ে ছিনতাইকারীকে ধরে নিয়ে থানায় হাজির হন সুমাইয়া।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ছিনতাইকারীকে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা–পুলিশ। গ্রেপ্তার ছিনতাইকারী সুমন সরকার বগুড়া জেলার শেরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী তরুণীর নাম সুমাইয়া। স্থানীয় একটি গার্মেন্টস শ্রমিকের কাজ করেন তিনি। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর গ্রামের বাড়ি বরিশাল। বর্তমানে আশুলিয়াতেই সপরিবারে বসবাস করছেন। অফিস ছুটির পর বাড়ি ফেরার সময় চলন্ত ভ্যান থেকে ছিনতাইয়ের শিকার হন তিনি। সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে এ ঘটনা ঘটে। পরে দৌড়ে গিয়ে পথচারীদের সহায়তায় ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন তিনি।
সুমাইয়া বলেন, ‘ছিনতাইকারীকে পথচারীদের সহায়তায় ধরতে পারলেও তখন তাঁর কাছে মোবাইল ছিল না। পরে তাকে নিয়ে থানায় চলে আসি। পরে ছিনতাইকারী বলে সে মোবাইল নাকি ছুড়ে ফেলেছে। পরে পুলিশ মোবাইলটি খুঁজে বের করে আমাকে ফেরত দেয়।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, সুমাইয়া যখন ছিনতাইকারী সুমনের পিছু নেয় তখন সুমন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের জানালার ভেতর মোবাইলটি ছুড়ে মারে। আমরা মোবাইলে কল দিলে মাইক্রোবাসের চালকের সঙ্গে কথা হয়। পরে মাইক্রোবাসের চালক মোবাইলটি আমাদের কাছে পৌঁছে দিয়ে যায়। পরে আমরা ভুক্তভোগীর কাছে মোবাইলটি হস্তান্তর করি। এ ছাড়া সুমনকে আদালতে পাঠানো হয়েছে।’
ছিনতাইকারীকে থানায় ধরে নিয়ে যাওয়া পোশাক শ্রমিক সুমাইয়ার মোবাইলটি অবশেষে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে সুমাইয়ার হাতে মোবাইল তুলে দেওয়া হয়। গতকাল সোমবার সন্ধ্যায় ছিনতাইয়ের শিকার হয়ে ছিনতাইকারীকে ধরে নিয়ে থানায় হাজির হন সুমাইয়া।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ছিনতাইকারীকে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা–পুলিশ। গ্রেপ্তার ছিনতাইকারী সুমন সরকার বগুড়া জেলার শেরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী তরুণীর নাম সুমাইয়া। স্থানীয় একটি গার্মেন্টস শ্রমিকের কাজ করেন তিনি। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর গ্রামের বাড়ি বরিশাল। বর্তমানে আশুলিয়াতেই সপরিবারে বসবাস করছেন। অফিস ছুটির পর বাড়ি ফেরার সময় চলন্ত ভ্যান থেকে ছিনতাইয়ের শিকার হন তিনি। সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে এ ঘটনা ঘটে। পরে দৌড়ে গিয়ে পথচারীদের সহায়তায় ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন তিনি।
সুমাইয়া বলেন, ‘ছিনতাইকারীকে পথচারীদের সহায়তায় ধরতে পারলেও তখন তাঁর কাছে মোবাইল ছিল না। পরে তাকে নিয়ে থানায় চলে আসি। পরে ছিনতাইকারী বলে সে মোবাইল নাকি ছুড়ে ফেলেছে। পরে পুলিশ মোবাইলটি খুঁজে বের করে আমাকে ফেরত দেয়।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, সুমাইয়া যখন ছিনতাইকারী সুমনের পিছু নেয় তখন সুমন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের জানালার ভেতর মোবাইলটি ছুড়ে মারে। আমরা মোবাইলে কল দিলে মাইক্রোবাসের চালকের সঙ্গে কথা হয়। পরে মাইক্রোবাসের চালক মোবাইলটি আমাদের কাছে পৌঁছে দিয়ে যায়। পরে আমরা ভুক্তভোগীর কাছে মোবাইলটি হস্তান্তর করি। এ ছাড়া সুমনকে আদালতে পাঠানো হয়েছে।’
‘চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদ ৯০ মিনিটের খেলার মধ্যে ৮৫ মিনিট খেলেছে, শেষ ৫-১০ মিনিটে গোল দিয়ে অন্য কেউ আন্দোলনের নায়ক হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার (১০ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী চত্বরে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা
৮ মিনিট আগেখুলনায় অবৈধ মজুতের অভিযোগে ৩৭৫ বস্তা সার জব্দ ও দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বেলা ১১টার দিকে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে অভিযান চালানো হয়। ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী অভিযান পরিচালনা করেন।
২৬ মিনিট আগেদ্বিতীয়বারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
৩২ মিনিট আগেপাবনার ফরিদপুরে অভিযান চালিয়ে ২৭ বস্তা অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ফেলেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছানোয়ার মোর্শেদ।
৩৮ মিনিট আগে