Ajker Patrika

সাবেক এমপি কাজিমের নামে মামলা, স্ত্রীর সম্পদের তথ্য চায় দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক এমপি কাজিমের নামে মামলা, স্ত্রীর সম্পদের তথ্য চায় দুদক

ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে ৪ কোটি ৭ লাখ ৩১ হাজার ৩১৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর স্ত্রী সালিহা সিদ্দিকা শিফার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে সংস্থাটি।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, কাজিম উদ্দিন আহমেদ ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অবৈধভাবে এ সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর নামীয় ১৫টি ব্যাংক অ্যাকাউন্টে ৪০ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৫২৭ টাকার সন্দেহজনক লেনদেন হওয়ার তথ্য পেয়েছে দুদক।

দুদকের করা মামলায় সাবেক এই এমপির বিরুদ্ধে দুদক আইন, ২০০৪–এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে কাজিম উদ্দিনের স্ত্রী সালিহা সিদ্দিকা শিফার নামে ৯ লাখ ৩৪ হাজার টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করার অভিযোগ করেছে দুদক।

সালিহা সিদ্দিকার নামে ও বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে দুদক। তাই তাঁর নামে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত