Ajker Patrika

বুয়েটের ছাত্র সানির মৃত্যুর ঘটনায় মামলা, ১৫ বন্ধু গ্রেপ্তার

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৫: ২৬
Thumbnail image

ঢাকার দোহার উপজেলায় মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাটে পদ্মা নদীতে ডুবে বুয়েটের ছাত্র তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় তাঁর বড় ভাই দোহার থানায় মামলা করেছেন। শুক্রবার (১৫ জুলাই) রাতে সানির বন্ধুদের আসামি করে দোহার থানায় মামলা করেন তিনি। এই মামলায় সানির সঙ্গে ঘুরতে যাওয়া ১৫ বন্ধুকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে দোহার থানার পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মৈনট ঘাট থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। 

নিহত তারিকুজ্জামান সানি (২৫) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন-উর-রশিদের ছেলে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, শুক্রবার রাতে পরিবারের পক্ষ থেকে নিহতের বড় ভাই হাসানুজ্জামান দোহার থানায় মামলা করেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে তাঁর আত্মীয়স্বজন মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন। গ্রেপ্তার ১৫ জনকে আজকে সকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোস্তফা কামাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত