Ajker Patrika

আশুলিয়ায় এখনো ৪৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ০২
Thumbnail image

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে আজ মঙ্গলবারও খোলেনি সব পোশাক কারখানা। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজ না করায় ৯টি কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ৪৬টি কারখানা। 

তবে আশুলিয়ার কোথাও আজ কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকেরা সড়ক অবরোধ কিংবা বিক্ষোভও করেননি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো শিল্পাঞ্চলের সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। 

শ্রমিক অসন্তোষে ইন্ধন দেওয়ার অভিযোগে যৌথ বাহিনী গত সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে। 

পুলিশ জানায়, আজ সকালে ৪৬টি কারখানা ছাড়া বাকি সব কারখানা খুলে দেওয়া হয়। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। কিন্তু কিছু সময় পরে ৯টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিভিন্ন দাবি জানাতে থাকেন। পরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। 

আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের এক কর্মকর্তা গত সোমবার বলেন, ‘আমাদের কারখানার শ্রমিকেরা কোনো আন্দোলন করছেন না। তাঁরা কাজ করায় অন্য কারখানার শ্রমিকেরা আমাদের কারখানায় হামলা করে ভেতরে ঢোকার চেষ্টা করেন। বহিরাগত শ্রমিকেরা ভেতরে ঢুকে আমাদের শ্রমিকদের বের করে নেওয়ার পাশাপাশি ভাঙচুর করতে পারেন। এই আশঙ্কায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।’ 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আশুলিয়ার শিল্পাঞ্চলের সেনাবাহিনী মোতায়েনশ্রমিকেরা বলেন, ঘরভাড়াসহ সব জিনিসপত্রের দাম বাড়ছে। কিন্তু আমাদের বেতনসহ অন্যান্য সুবিধা বাড়ছে না। তাই আমরা আন্দোলন করছি। 

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আজকে অধিকাংশ কারখানা চালু রয়েছে। ১৩ (১) মোতাবেক বন্ধ রয়েছে ৪৬টি কারখানা। শ্রমিকেরা কাজ না করায় নয়টি কারখানা আজকের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত