Ajker Patrika

স্ত্রী-সন্তানসহ সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তাঁর স্ত্রী আয়েশা ফেরদাউস, তাঁদের ছেলে আশিক আলী ও মাহতাব আলী এবং কন্যা সুমাইয়া আলী ঈশিতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান মোহাম্মদ আলী পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জন, খাসজমি দখলের মাধ্যমে পাঁচতলা স্থায়ী বাণিজ্যিক হোটেল নির্মাণ, মানি লন্ডারিংসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদক এসব অভিযোগ অনুসন্ধান করছে।

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, অভিযুক্ত মোহাম্মদ আলী, তাঁর স্ত্রী আয়েশা ফেরদাউস ও ছেলে আশিক আলী গত বছরের ১১ আগস্ট নোয়াখালীর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হন। পরদিন তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন নোয়াখালীর ম্যাজিস্ট্রেট আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত