Ajker Patrika

শেষদিনে ঢাকা থেকে ঈদুল আজহার সাড়ে ২৪ হাজার টিকিট বিক্রি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেষদিনে ঢাকা থেকে ঈদুল আজহার সাড়ে ২৪ হাজার টিকিট বিক্রি

ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগে শেষদিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার বিক্রি করা হয়েছে ১৬ জুনের বিভিন্ন ট্রেনের টিকিট। সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাড়ে আট ঘণ্টায় ঢাকা থেকে সাড়ে ২৪ হাজারের বেশি আসনের টিকিট বিক্রি হয়েছে। আর সারা দেশে বিক্রি হয়েছে ৩৭ হাজার বেশি আসনের টিকিট। 

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভির একটি দায়িত্বশীল সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

সূত্রের তথ্যমতে, সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর পর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে আন্তনগর ট্রেনের ৩৭ হাজার ৪১০টি আসনের টিকিট বিক্রি হয়েছে। এ দিনের জন্য সারা দেশে ট্রেনের মোট আসনসংখ্যা এক লাখ ৪৮ হাজার ৩৩৯টি। এদিকে শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ২৪ হাজার ৫৪৩টি আসনের টিকিট বিক্রি হয়েছে। এ দিন ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের ট্রেনের আসনসংখ্যা ৩০ হাজার ৩৯৯টি। 

সূত্রটি জানিয়েছে, পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিটের জন্য সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ৬৪ লাখবার ওয়েবসাইটে হিট করেছেন টিকিট প্রার্থীরা। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিটের জন্য দুপুর ২টা থেকে আড়াই মধ্যে ৫৭ লাখবার ওয়েবসাইটে হিট করেছেন টিকিট প্রার্থীরা। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭,১৮ ও ১৯ এপ্রিলের টিকিট বিক্রয় করা হবে। যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ আসনের টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত