Ajker Patrika

অবৈধ সম্পদ অর্জন: আটকে গেল ডিআইজি মিজানের কারামুক্তি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জন: আটকে গেল ডিআইজি মিজানের কারামুক্তি 

অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের বরখাস্তকৃত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ দেন। একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এই বিষয়ে শুনানির জন্য পাঠানো হয়েছে। এর ফলে মিজানের কারামুক্তি আটকে গেল বলে জানিয়েছেন আইনজীবীরা। 

এর আগে গত ১৫ নভেম্বর হাইকোর্ট মিজানুর রহমানকে জামিন দেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। আজ রোববার দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর মিজানের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক। 

অবৈধ সম্পদ অর্জনের এই মামলায় গত ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মিজানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন চান তিনি। 

অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করার দায়ে একই মামলায় মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাগনে মাহমুদুল হাসান ও ভাই মাহবুবুর রহমানকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। রায়ে মিজানকে দেড় লাখ টাকা জরিমানাও করেন আদালত। অনাদায়ে তাকে আরও নয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

২০১৯ সালের ২৪ জুন দুদক মামলাটি দায়ের করে। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত