নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের বরখাস্তকৃত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ দেন। একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এই বিষয়ে শুনানির জন্য পাঠানো হয়েছে। এর ফলে মিজানের কারামুক্তি আটকে গেল বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে গত ১৫ নভেম্বর হাইকোর্ট মিজানুর রহমানকে জামিন দেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। আজ রোববার দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর মিজানের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক।
অবৈধ সম্পদ অর্জনের এই মামলায় গত ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মিজানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন চান তিনি।
অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করার দায়ে একই মামলায় মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাগনে মাহমুদুল হাসান ও ভাই মাহবুবুর রহমানকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। রায়ে মিজানকে দেড় লাখ টাকা জরিমানাও করেন আদালত। অনাদায়ে তাকে আরও নয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
২০১৯ সালের ২৪ জুন দুদক মামলাটি দায়ের করে। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের বরখাস্তকৃত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ দেন। একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এই বিষয়ে শুনানির জন্য পাঠানো হয়েছে। এর ফলে মিজানের কারামুক্তি আটকে গেল বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে গত ১৫ নভেম্বর হাইকোর্ট মিজানুর রহমানকে জামিন দেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। আজ রোববার দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর মিজানের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক।
অবৈধ সম্পদ অর্জনের এই মামলায় গত ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মিজানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন চান তিনি।
অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করার দায়ে একই মামলায় মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাগনে মাহমুদুল হাসান ও ভাই মাহবুবুর রহমানকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। রায়ে মিজানকে দেড় লাখ টাকা জরিমানাও করেন আদালত। অনাদায়ে তাকে আরও নয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
২০১৯ সালের ২৪ জুন দুদক মামলাটি দায়ের করে। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
ঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
৩৫ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
৩৯ মিনিট আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইতি আক্তার (২৫) নামের এক নারী খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীর স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাতে নারায়য়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে