Ajker Patrika

উদ্বোধনের দিন পদ্মা সেতুতে যান চলাচল না-ও করতে পারে: সেতুসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুন ২০২২, ১৭: ৪৩
Thumbnail image

পদ্মা সেতু উদ্বোধনের দিন সেতুতে যান চলাচল না-ও করতে পারে। তবে পরদিন ভোর ৬টা থেকে যান চলাচল করবে বলে জানিয়েছেন সেতুসচিব মঞ্জুর হোসেন। 

আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে খুলনা ও বরিশাল বিভাগ, বৃহত্তর ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন সেতুসচিব। 

মঞ্জুর হোসেন বলেন, ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে সুধী সমাবেশের পরে পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তে গিয়ে নামফলক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে কাঁঠালবাড়ী ঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। 

বিষয়টি গণবিজ্ঞপ্তিতে জানানো হবে বলে জানিয়েছেন সেতুসচিব মঞ্জুর হোসেন।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত